দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা- গুগল ওয়ালেট, যা সাধারণভাবে ‘গুগল পে‘ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেট-এ সংযুক্ত করে ‘গুগল পে‘ ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

আজ মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত গুগল পে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.

আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টস-এর গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ প্রতিষ্ঠানগুলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) লেনদেন করতে সক্ষম এমন POS বা পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাহীনভাবে লেনদেন শেষ করতে পারবেন। গুগল পে-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ‘ডিজিটাল ওয়ালেট’, ফলে গ্রাহককে আর আলাদা করে কোনো প্লাস্টিক কার্ড বহন করা লাগবে না। আকাশ পথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা, সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা আমাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।’

গুগল পে-র এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে সিটি ব্যাংক আবারও প্রমাণ করলো যে, তারা ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত। ব্যাংকটি বাংলাদেশের গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ গল প র গ র হক গ র হক র গ গল প ল নদ ন

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিয়নরা পাবেন ৬১ কোটি টাকা—প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন

২৪ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেন টেনিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি ৮২ লাখা টাকা)। পুরুষ একক ও নারী একক—দুই বিভাগের চ্যাম্পিয়নই পাবেন এই পরিমাণের অর্থ।

ইউএস ওপেন কর্তৃপক্ষ বলছে, টেনিস ইতিহাসে এর আগে আর কোনো গ্র্যান্ড স্লামে এত বেশি অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়নি। শুধু চ্যাম্পিয়ন নয়, প্রাইজমানি বেড়েছে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যই।

এবারের ইউএস ওপেনে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার বা ৬ কোটি ৭৪ লাখ পাউন্ড। এটি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে ইউএস ওপেনের মোট প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি মার্কিন ডলার।

মোট প্রাইজমানির তুলনায় বেশি বেড়েছে চ্যাম্পিয়নের প্রাইজমানি। গত বছর পুরুষ একক ও নারী এককের চ্যাম্পিয়ন পেয়েছিলেন ৩৬ লাখ মার্কিন ডলার বা ২৮ লাখ পাউন্ড।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০২৫ ইউএস ওপেন যুক্তরাজ্যের উইম্বলডনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি প্রাইজমানি দিতে চলেছে। এ বছর উইম্বলডনের মোট পুরস্কার ছিল ৫.৩৫ কোটি পাউন্ড আর চ্যাম্পিয়নরা পেয়েছিলেন ৩০ লাখ পাউন্ড করে; যা ইউএস ওপেনে হতে যাচ্ছে ৩৭ লাখ পাউন্ড।

আরও পড়ুনটেনিসের স্কোরিং রহস্য: কেন ১৫, ৩০, ৪০... আর ‘লাভ’ মানে ‘শূন্য’৩১ জুলাই ২০২৫

চ্যাম্পিয়নের পাশাপাশি আগের তুলনায় বেশি অর্থ পাবেন বিভিন্ন রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া খেলোয়াড়েরাও। যেমন ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়েরা পাবেন ১ লাখ ১০ হাজার ডলার, যা গতবারের চেয়ে ১০ শতাংশ বেশি। আবার পুরুষ ও নারী দ্বৈতের পুরস্কার ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৭.৮০ লাখ মার্কিন ডলার।

২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি (মার্কিন ডলারে)

ইউএস ওপেন কর্তৃপক্ষ প্রাইজমানি ঘোষণার বিবৃতিতে জানিয়েছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো’ পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে বিজয়ী দলগুলো ১০ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পাবে।

২৪ আগস্ট শুরু হয়ে এবারের ইউএস ওপেন শেষ হবে ৭ সেপ্টেম্বর।

আরও পড়ুনপ্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা১১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সাইয়ারা’ সিনেমার সাফল্য: প্রথমবার মুখ খুললেন নায়িকা
  • পোষা কুকুরে খেয়েছে পাসপোর্ট, প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়ের এ কী বিপদ
  • চ্যাম্পিয়নরা পাবেন ৬১ কোটি টাকা—প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন