দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে
Published: 24th, June 2025 GMT
দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা- গুগল ওয়ালেট, যা সাধারণভাবে ‘গুগল পে‘ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেট-এ সংযুক্ত করে ‘গুগল পে‘ ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
আজ মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত গুগল পে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) লেনদেন করতে সক্ষম এমন POS বা পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাহীনভাবে লেনদেন শেষ করতে পারবেন। গুগল পে-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ‘ডিজিটাল ওয়ালেট’, ফলে গ্রাহককে আর আলাদা করে কোনো প্লাস্টিক কার্ড বহন করা লাগবে না। আকাশ পথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা, সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা আমাদের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।’
গুগল পে-র এই আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে সিটি ব্যাংক আবারও প্রমাণ করলো যে, তারা ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত। ব্যাংকটি বাংলাদেশের গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ গল প র গ র হক গ র হক র গ গল প ল নদ ন
এছাড়াও পড়ুন:
টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান
নিউইয়র্কের টাইমস স্কয়ার সাজছে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজনে। সেই মঞ্চে এবার একসঙ্গে নাচবেন দুই বাংলার দুই তারকা— ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।
আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত পূজা উৎসবের শেষ দিনটিতে থাকবে বিশেষ চমক। সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।
জায়েদ খান রাইজিংবিডিকে জানান, “প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করতে যাচ্ছি। তাও আবার টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত ভেন্যুতে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার একই মঞ্চে উঠতে যাচ্ছি— এটাও আমার জন্য বিশেষ আনন্দের।”
গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে ইতোমধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
ঢাকা/রাহাত