ক্লাব বিশ্বকাপ দেখতে গাড়ি পুড়িয়ে বিমার টাকায় যুক্তরাষ্ট্রে গেছেন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী
Published: 24th, June 2025 GMT
খেলা দেখার জন্য স্কুল পালানো বা বাসায় অজুহাত দেখানোর ঘটনা কমবেশি সবার জীবনেই আছে। আবার বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট দেখার জন্য নিজের বাড়িঘর বিক্রি বা কঠিন পথ পাড়ি দেওয়ার কথাও অনেক সময় শোনা গেছে। তবে ক্লাব বিশ্বকাপে নিজের প্রিয় দল রিভার প্লেটের খেলা দেখতে এক ফুটবলপ্রেমী যা করেছেন, তা বেশ বিস্মিত হওয়ার মতোই।
আর্জেন্টাইন এই ফুটবলভক্ত ক্লাব বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য নিজের গাড়িতে নিজেই আগুন দিয়েছেন। এরপর সেই পোড়া গাড়ি দেখিয়ে বিমা কোম্পানির কাছ থেকে সংগ্রহ করেছেন বিমার টাকা।
আর সেই টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন মহাদেশীয় প্রতিযোগিতা ক্লাব বিশ্বকাপের খেলা দেখতে। স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘চিরিনগুইতো’য় নিজের এই কাণ্ডের বিস্তারিত বিবরণও দিয়েছেন এই রিভার প্লেটের অন্ধ সমর্থক।
আরও পড়ুনলিওনেল মেসির আজ জন্মদিন: এমন মানবজনম আর কি হবে৬ ঘণ্টা আগেআর্জেন্টিনার জার্সি পরা সেই সমর্থক বলেন, ‘আমাকে গাড়িটা জ্বালিয়ে দিতে হয়েছে (বিমার টাকা পাওয়ার জন্য)। সেটা দিয়েই আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। কারণ, এখানে আমি আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি।’
অদ্ভুত এই কাণ্ড পরিবারের মানুষদের স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা নয়। মেনে নেয়নি এই ফুটবল–ভক্তের পরিবারও। স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়া হওয়ার কথাও জানিয়েছেন তিনি, ‘আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করেছে। কিন্তু আমি তাকে বলেছি পরে আমি বা আমরা এসব আবার অর্জন করতে পারব। কিন্তু এই মুহূর্তটা আমরা আর কখনো ফিরে পাব না।’
আরও পড়ুনমেসি সম্পর্কে এই ১০টি তথ্য আপনি জানতেন কি৫ ঘণ্টা আগেআর্জেন্টাইন এই ফুটবল–পাগল মানুষটিকে এক কাণ্ড ঘটিয়ে যুক্তরাষ্ট্রে আসা এখন পর্যন্ত স্বার্থক বলা যায়। তাঁর প্রিয় দল রিভার প্লেট ভালো ফুটবলই খেলছে। গ্রুপ ‘ই’তে ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিভার প্লেট।
গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলাফল দিয়েই নির্ধারিত হবে ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের ভবিষ্যৎ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প আর জ ন ট র জন য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ