খেলা দেখার জন্য স্কুল পালানো বা বাসায় অজুহাত দেখানোর ঘটনা কমবেশি সবার জীবনেই আছে। আবার বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট দেখার জন্য নিজের বাড়িঘর বিক্রি বা কঠিন পথ পাড়ি দেওয়ার কথাও অনেক সময় শোনা গেছে। তবে ক্লাব বিশ্বকাপে নিজের প্রিয় দল রিভার প্লেটের খেলা দেখতে এক ফুটবলপ্রেমী যা করেছেন, তা বেশ বিস্মিত হওয়ার মতোই।

আর্জেন্টাইন এই ফুটবলভক্ত ক্লাব বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য নিজের গাড়িতে নিজেই আগুন দিয়েছেন। এরপর সেই পোড়া গাড়ি দেখিয়ে বিমা কোম্পানির কাছ থেকে সংগ্রহ করেছেন বিমার টাকা।

আর সেই টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন মহাদেশীয় প্রতিযোগিতা ক্লাব বিশ্বকাপের খেলা দেখতে। স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ‘চিরিনগুইতো’য় নিজের এই কাণ্ডের বিস্তারিত বিবরণও দিয়েছেন এই রিভার প্লেটের অন্ধ সমর্থক।

আরও পড়ুনলিওনেল মেসির আজ জন্মদিন: এমন মানবজনম আর কি হবে৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সি পরা সেই সমর্থক বলেন, ‘আমাকে গাড়িটা জ্বালিয়ে দিতে হয়েছে (বিমার টাকা পাওয়ার জন্য)। সেটা দিয়েই আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। কারণ, এখানে আমি আমার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি।’

অদ্ভুত এই কাণ্ড পরিবারের মানুষদের স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা নয়। মেনে নেয়নি এই ফুটবল–ভক্তের পরিবারও। স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়া হওয়ার কথাও জানিয়েছেন তিনি, ‘আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করেছে। কিন্তু আমি তাকে বলেছি পরে আমি বা আমরা এসব আবার অর্জন করতে পারব। কিন্তু এই মুহূর্তটা আমরা আর কখনো ফিরে পাব না।’

আরও পড়ুনমেসি সম্পর্কে এই ১০টি তথ্য আপনি জানতেন কি৫ ঘণ্টা আগে

আর্জেন্টাইন এই ফুটবল–পাগল মানুষটিকে এক কাণ্ড ঘটিয়ে যুক্তরাষ্ট্রে আসা এখন পর্যন্ত স্বার্থক বলা যায়। তাঁর প্রিয় দল রিভার প্লেট ভালো ফুটবলই খেলছে। গ্রুপ ‘ই’তে ২ ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিভার প্লেট।

গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলাফল দিয়েই নির্ধারিত হবে ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের ভবিষ্যৎ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প আর জ ন ট র জন য

এছাড়াও পড়ুন:

পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে: স্বরাষ্ট্রসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব নাসিমুল গনি সুরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়ালখুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাজ্জাত আলী আরও উল্লেখ করেন, গত বছরে বিশেষ করে মহানগর পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল, তা থেকে এখন অনেকটাই পেশাদারত্বে ফিরে এসেছে। এই পেশাদারত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পুলিশের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ