চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গর্ভবতী নারী নিহত
Published: 24th, June 2025 GMT
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) রাতে চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইসমত আরা বেগম একই এলাকার মো. আলমগীরের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে একদল বন্যহাতি শাবকসহ ছাইরাখালী এলাকায় প্রবেশ করে। এ সময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে ধাওয়া করলে এক প্রাপ্তবয়স্ক হাতি ক্ষিপ্ত হয়ে ঘরের চালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। হাতিটি শুঁড়ে নিয়ে ইসমত আরাকে আছাড় দিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এ সময় ঘরে ইসমত আরার চার শিশু সন্তান থাকলেও তারা অক্ষত থাকে। ঘটনার সময় নিহতের স্বামী বাড়ির বাইরে ছিলেন।
ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, ঘটনাস্থলটি রিজার্ভ বনের ভিতরে হাতির বিচরণক্ষেত্রে অবস্থিত। নিহত নারী ওই এলাকাতে ঝুপড়ি ঘর করে বসবাস করতেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
ঢাকা/তারেকুর/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ