২৫ জুন: আর্জেন্টিনা ও ভারতের প্রথমবার বিশ্ব জয়ের দিন
Published: 25th, June 2025 GMT
ক্রীড়াঙ্গনে প্রতিদিন কত কিছুই তো ঘটে। এর মধ্যে কিছু দিন ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। আর্জেন্টিনা ও ভারতবাসীর কাছে যেমন ২৫ জুন তেমনই এক দিন।
৪৭ বছর আগে আজকের এই দিনে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ৪২ বছর আগে এই দিনেই সবাইকে চমকে দিয়ে ভারত জিতেছিল নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ।
নিজেদের মাঠ বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে ১৯৭৮ ফাইনালে দানিয়েল পাসারেলার আর্জেন্টিনা ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডসকে। আর লর্ডসে ১৯৮৩ ফাইনালে কপিল দেবের ভারত সেই সময়ের মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৪৩ রানে।
ঐতিহাসিক দুই ফাইনাল আরেকবার ফিরে দেখা যাক—
২৫ জুন ১৯৭৮: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ফুটবল বিশ্বকাপ ফাইনাল১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু হারতে হয় স্বাগতিক উরুগুয়ের কাছে। এরপর চার দশকের বেশি সময়ে বিশ্বকাপের ফাইনালে ওঠা দূরে থাক, শেষ চারেও উঠতে পারেনি আর্জেন্টিনা।
অবশেষে ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথমবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েই বাজিমাত করে তারা। সিজার লুইস মেনোত্তির দল নকআউট পর্বে ওঠার পর তাদের আর আটকে রাখা যায়নি।
’৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ব শ বক প ফ ইন ল
এছাড়াও পড়ুন:
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
সিইসি বলেন, “এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।”
সিইসি জানান, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ করতে খুব শিগগিরই ‘Postal Vote BD’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা "আউট অব কান্ট্রি ভোটিং" -এ রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র (NID),পাসপোর্টের বিবরণ, প্রবাসে বর্তমান ঠিকানা, ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
অ্যাপটিতে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে প্রতিটি ধাপে করণীয় বিস্তারিতভাবে দেখানো হবে।
ভোট প্রদান প্রক্রিয়া: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইসি থেকে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে সেটি নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ইসিতে পৌঁছালেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।
এ উদ্যোগ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই উদ্যোগ প্রবাসীদের অংশগ্রহণমূলক নির্বাচনে যুক্ত হওয়ার পথ খুলে দিচ্ছে। প্রথমবারের মতো এ ধরনের পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক সূচনা। আসুন, সকলে মিলে এই উদ্যোগ সফল করি।”
ঢাকা/ এএএম/ইভা