২৫ জুন: আর্জেন্টিনা ও ভারতের প্রথমবার বিশ্ব জয়ের দিন
Published: 25th, June 2025 GMT
ক্রীড়াঙ্গনে প্রতিদিন কত কিছুই তো ঘটে। এর মধ্যে কিছু দিন ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। আর্জেন্টিনা ও ভারতবাসীর কাছে যেমন ২৫ জুন তেমনই এক দিন।
৪৭ বছর আগে আজকের এই দিনে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ৪২ বছর আগে এই দিনেই সবাইকে চমকে দিয়ে ভারত জিতেছিল নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ।
নিজেদের মাঠ বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে ১৯৭৮ ফাইনালে দানিয়েল পাসারেলার আর্জেন্টিনা ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডসকে। আর লর্ডসে ১৯৮৩ ফাইনালে কপিল দেবের ভারত সেই সময়ের মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৪৩ রানে।
ঐতিহাসিক দুই ফাইনাল আরেকবার ফিরে দেখা যাক—
২৫ জুন ১৯৭৮: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ফুটবল বিশ্বকাপ ফাইনাল১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু হারতে হয় স্বাগতিক উরুগুয়ের কাছে। এরপর চার দশকের বেশি সময়ে বিশ্বকাপের ফাইনালে ওঠা দূরে থাক, শেষ চারেও উঠতে পারেনি আর্জেন্টিনা।
অবশেষে ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথমবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েই বাজিমাত করে তারা। সিজার লুইস মেনোত্তির দল নকআউট পর্বে ওঠার পর তাদের আর আটকে রাখা যায়নি।
’৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ব শ বক প ফ ইন ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান
বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।
কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।
আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।
আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।
ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com