পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের সুরক্ষা ব্যূহের অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, এ পরীক্ষার লক্ষ্য ছিল কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেইনমেন্টের ভেতর চাপ বৃদ্ধি পেলে তা কতটুকু সহ্য করতে সক্ষম, তা যাচাই করা। এ জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কম্প্রেসারের মাধ্যমে কন্টেইনমেন্টের ভেতর চাপ বাড়ানো হয়। পরীক্ষায় অবকাঠামোর দৃঢ়তা ও অভেদ্যতার নিশ্চয়তা পাওয়া গেছে। পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
তারা আরও জানান, প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট অতি সুদৃঢ় একটি কাঠামো। এর ভেতরের দেয়ালে রয়েছে একটি শক্ত ইস্পাতের আবরণ। রিঅ্যাক্টর কমপার্টমেন্টটি এমনভাবে নকশা করা, যাতে বাহ্যিক আঘাত বা কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ এর বাইরে বের হতে না পারে।
এদিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগির আরও কিছু পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা-সংশ্লিষ্ট এসব পরীক্ষার সময় উচ্চ শব্দ উৎপন্ন হবে। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।
রূপপুরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে। এর দুই ইউনিটের প্রতিটিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প পর ক ষ র পপ র
এছাড়াও পড়ুন:
জাবিতে ছাত্রদলের বিতর্কিত কমিটি, প্রতিবাদ করায় ১৩ জনকে শোকজ
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক ও হল কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক ছাত্রলীগ কর্মী, মাদক ও ছিনতাইয়ের দায়ে বহিষ্কৃতসহ নানা বিতর্কিতদের নিয়ে কমিটি গঠন করা হলে এর প্রতিবাদ করেন যথাযথ মূল্যায়ন না পাওয়া নেতাকর্মীরা।
প্রতিবাদে অংশ নেওয়া ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এর মধ্যে যুগ্ম-আহ্বায়ক ছয়জন এবং সদস্য রয়েছেন সাতজন।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
আরো পড়ুন:
জাকসু তফসিল ঘোষণা, আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন
জাবি শাখা ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগসহ অন্যরা
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছয় যুগ্ম-আহ্বায়ক হলেন, মিজানুর রহমান, মো. হোসাইন আল রাসেদ বাদল, মমিনুর রহমান লাজু, আলাউদ্দিন দেওয়ান, রাজুয়ার হোসাইন, মো. জোবায়ের হোসাইন।
সদস্যরা হলেন- মাহবুবুর রহমান মুরাদ, জাকিরুল ইসলাম, সাদিকুর রহমান, শরীফুল ইসলাম, মির্জা আবু বকর সিদ্দিক সোহাগ, মাসুদ রানা পাইলট মিস্ট, আবেশ আল মুবিন নাফি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাবি শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে জাবির ১৭টি আবাসিক হল ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৮৮ সদস্য বিশিষ্ট শাখা ছাত্রদলের হল কমিটি ঘোষণা করা হয়।
গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষ (৩৯ ব্যাচ) থেকে আহ্বায়ক এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ (৪০ ব্যাচ) থেকে সদস্য সচিব নিয়ে ঘোষিত ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে বর্ধিত করা হয়েছে। নতুন বর্ধিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে ৭৫ জন এবং সদস্য হিসেবে ২৯৬ জন জায়গা পেয়েছেন।
এই হল কমিটি ও বর্ধিত কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে রাতে বিক্ষোভ মিছিল করেন যথাযথ মূল্যায়ন না পাওয়া নেতাকর্মীরা।
ঢাকা/আহসান/মেহেদী