বিদেশে থাকা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা বাড়াল বাংলাদেশ ব্যাংক
Published: 26th, June 2025 GMT
বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে জানানো হয়, এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসী বা বিদেশি হিসাবধারী গ্রাহকদের বিভিন্ন বাণিজ্য সংশ্লিষ্ট সেবা দিতে পারবে। এর মধ্যে অ্যাডভাইজিং, আদায় ও পরিশোধ নিষ্পত্তির মতো সেবা অন্তর্ভুক্ত।
সার্কুলারে আরো বলা হয়, এসব কার্যক্রম পরিচালনার সময় নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো— গ্রাহকের পক্ষে কোনো ধরনের আর্থিক দায় নেওয়া যাবে না, গ্রাহক সেবার বৈধতা নিশ্চিত করতে হবে, লেনদেনের আগে যথাযথ যাচাই বাছাই করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানি ট্রান্সফার অপারেটর, অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট বা কার্ড স্কিম এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের হিসাবে রেমিট্যান্স জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ওবিইউ। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সম্পাদনের অনুমোদনও থাকবে।
কোনো রেমিট্যান্স যদি অন্য কোনো ওবিইউ বা ব্যাংকের গ্রাহকের পক্ষে আসে, তবে তা তাৎক্ষণিকভাবে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে স্থানান্তর করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে প্রবাসীদের ব্যাংকিং সেবা নেওয়ার আরও সহজ হবে। দেশের বৈদেশিক লেনদেন কাঠামো আরো আধুনিক ও গতিশীল হবে।
ঢাকা/এনএফ/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।
আরো পড়ুন:
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।
তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/বাদল/মাসুদ