ইসরায়েল ও ইরানের টানা ১২ দিন পাল্টাপাল্টি তীব্র হামলার মধ্যে তেহরানে আটকা পড়েছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার মেহদি তারেমি। ইরানের এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তেহরানের বিমানবন্দরে গিয়ে জানতে পারেন আকাশপথ সাময়িক বন্ধ রাখায় তাঁর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তারপর তেহরানেই আটকে ছিলেন তারেমি।

আরও পড়ুন৭৭ ম্যাচ আর ৫৫৪৬ মিনিট—আলভারেজের বিরামহীন ১২ মাস৪১ মিনিট আগে

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান থেকে অবশেষে বের হতে পেরেছেন তারেমি। ইরানের রাজধানী থেকে এক হাজার কিলোমিটারের বেশি পথ গাড়ি চালিয়ে নিজের জন্মশহর বুশেহেরে ফিরেছেন ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার। সেখানে এখন একাই অনুশীলন করছেন তারেমি। ক্লাবের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন। আজ রিভার প্লেটকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ইন্টার। তবে ইতালির সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্ট’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে তারেমির দলের সঙ্গে যোগ দিতে না পারার শঙ্কাই বেশি।

ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারানোর পর তারেমি আর দেশ ছাড়তে পারেননি। যুদ্ধ শুরু হওয়ায় আটকা পড়েন। তবে গতকাল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত পাল্টাপাল্টি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ।

আরও পড়ুনমেসির বেতন এমএলএসের ২১টি দলের মোট বেতনের চেয়েও বেশি১ ঘণ্টা আগে

তারেমি জানিয়েছেন, ফিটনেস ঠিক রাখতে তিনি দেশেই অনুশীলন করছেন। তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’ জানিয়েছে, আগামী দলবদলের মৌসুমে তিনি ইন্টার ছাড়তে পারেন। যোগ দিতে পারেন ইংল্যান্ডের ক্লাব নটিংহাম ফরেস্ট কিংবা ফুলহামে। গত বছর জুলাইয়ে ইন্টারে সই করা তারেমি ক্লাবটির প্রথম ইরানি খেলোয়াড়।

ক্লাব বিশ্বকাপে তারেমিকে না পাওয়ায় আক্রমণভাগের অন্য দুই খেলোয়াড় লাওতারো মার্তিনেজ ও মার্কোস থুরামকে খেলাচ্ছেন ইন্টার কোচ ক্রিস্টিয়ান চিভু। আজ তো অভিষেক হলো ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও এসপসিতোর।

সংবাদমাধ্যম ‘ফুটবল ইতালিয়া’ জানিয়েছে, প্রায় প্রতিদিনই ইন্টারের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারেমির। কোচ চিভুর সঙ্গে কথাও বলেছেন। বুশেহেরে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারেমি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ইন ট র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা

১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫

৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।

৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ