ইসরায়েল ও ইরানের টানা ১২ দিন পাল্টাপাল্টি তীব্র হামলার মধ্যে তেহরানে আটকা পড়েছিলেন ইন্টার মিলানের স্ট্রাইকার মেহদি তারেমি। ইরানের এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তেহরানের বিমানবন্দরে গিয়ে জানতে পারেন আকাশপথ সাময়িক বন্ধ রাখায় তাঁর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তারপর তেহরানেই আটকে ছিলেন তারেমি।

আরও পড়ুন৭৭ ম্যাচ আর ৫৫৪৬ মিনিট—আলভারেজের বিরামহীন ১২ মাস৪১ মিনিট আগে

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান থেকে অবশেষে বের হতে পেরেছেন তারেমি। ইরানের রাজধানী থেকে এক হাজার কিলোমিটারের বেশি পথ গাড়ি চালিয়ে নিজের জন্মশহর বুশেহেরে ফিরেছেন ৩২ বছর বয়সী এ স্ট্রাইকার। সেখানে এখন একাই অনুশীলন করছেন তারেমি। ক্লাবের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন। আজ রিভার প্লেটকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ইন্টার। তবে ইতালির সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেল্লো স্পোর্ট’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে তারেমির দলের সঙ্গে যোগ দিতে না পারার শঙ্কাই বেশি।

ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারানোর পর তারেমি আর দেশ ছাড়তে পারেননি। যুদ্ধ শুরু হওয়ায় আটকা পড়েন। তবে গতকাল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত পাল্টাপাল্টি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ।

আরও পড়ুনমেসির বেতন এমএলএসের ২১টি দলের মোট বেতনের চেয়েও বেশি১ ঘণ্টা আগে

তারেমি জানিয়েছেন, ফিটনেস ঠিক রাখতে তিনি দেশেই অনুশীলন করছেন। তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’ জানিয়েছে, আগামী দলবদলের মৌসুমে তিনি ইন্টার ছাড়তে পারেন। যোগ দিতে পারেন ইংল্যান্ডের ক্লাব নটিংহাম ফরেস্ট কিংবা ফুলহামে। গত বছর জুলাইয়ে ইন্টারে সই করা তারেমি ক্লাবটির প্রথম ইরানি খেলোয়াড়।

ক্লাব বিশ্বকাপে তারেমিকে না পাওয়ায় আক্রমণভাগের অন্য দুই খেলোয়াড় লাওতারো মার্তিনেজ ও মার্কোস থুরামকে খেলাচ্ছেন ইন্টার কোচ ক্রিস্টিয়ান চিভু। আজ তো অভিষেক হলো ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রানচেস্কো পিও এসপসিতোর।

সংবাদমাধ্যম ‘ফুটবল ইতালিয়া’ জানিয়েছে, প্রায় প্রতিদিনই ইন্টারের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারেমির। কোচ চিভুর সঙ্গে কথাও বলেছেন। বুশেহেরে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারেমি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ইন ট র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ