ট্রেনে ভাড়া নিয়ে যাত্রীকে মারধর, টিটিইর বিরুদ্ধে থানায় অভিযোগ
Published: 26th, June 2025 GMT
খুলনাগামী আন্তনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের এক যাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ট্রেনের দায়িত্বরত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওই ট্রেনের টিটিই রায়হান কবিরের বিরুদ্ধে বৃহস্পতিবার সৈয়দপুর রেলওয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী যাত্রীর নাম মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা এবং আরআরপি অ্যাগ্রো ফার্মের নীলফামারীর সৈয়দপুর কার্যালয়ের উৎপাদন কর্মকর্তা।
ফজলে রাব্বী জানান, দাপ্তরিক কাজে গতকাল বুধবার সকাল ১০টার দিকে পার্বতীপুর স্টেশন থেকে ফুলবাড়ী যাচ্ছিলেন। স্টেশনে পৌঁছামাত্রই ট্রেন এসে পড়ায় ভেতরে দ্রুত উঠে পড়েন। ভেতরে টিকিট কেটে নেওয়ার সময় টিটিই রায়হান কবির তাঁর কাছে অতিরিক্ত ভাড়া চান। টিটিই পার্বতীপুর থেকে ফুলবাড়ী স্টেশনের ভাড়া হিসেবে ২০০ টাকা দাবি করলে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বীকে টিটিই রায়হান টেনেহিঁচড়ে এসি বগির ফাঁকা কেবিনে নিয়ে চড়থাপ্পড় ও লাথি মারেন। শারীরিক নির্যাতনের এক পর্যায়ে তাঁকে গন্তব্য স্টেশনে নামতে দেননি। পুলিশের ভয়ভীতি দেখিয়ে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী পর্যন্ত ১০০ টাকা বাড়তি ভাড়া আদায় করেন। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করেন এবং রেলওয়ে থানায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে পরবর্তী স্টেশন বিরামপুরে নামিয়ে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে টিটিই রায়হান কবির বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কোনো যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেনি। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী বলেন, রূপসা ট্রেনের ওই যাত্রী আজ দুপুরের পর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ঘটনাটি পার্বতীপুর রেলওয়ে থানার আওতায় হওয়ায় তাঁকে সংশ্লিষ্ট থানায় এজাহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র লওয়
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ