যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে দায়িত্বরত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (ট্রাভেলস টিকিট এক্সামিনার—টিটিই) বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই যাত্রী সৈয়দপুর রেলওয়ে থানায় টিটিই রায়হান কবিরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ওই যাত্রীর নাম মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি আরআরপি অ্যাগ্রো ফার্মের নীলফামারীর সৈয়দপুর অফিসের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত আছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা তিনি।

ভুক্তভোগী রাব্বীর অভিযোগ, অফিসের কাজে বুধবার সকাল ১০টার দিকে পার্বতীপুর স্টেশন থেকে তিনি ফুলবাড়ী যাচ্ছিলেন। স্টেশনে পৌঁছামাত্রই ট্রেন এসে পড়ায় ভেতরে দ্রুত উঠে পড়েন। ভেতরে টিকিট কেটে নেওয়ার সময় টিটিই রায়হান কবির তার কাছে অতিরিক্ত ভাড়া চান। টিটিই পার্বতীপুর থেকে ফুলবাড়ী স্টেশনের ভাড়া হিসেবে ২০০ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বীকে টিটিই রায়হান টেনেহিঁচড়ে এসি বগির ফাঁকা কেবিনে নিয়ে চড়-থাপ্পড় ও লাথি মারেন। পুলিশের ভয়ভীতি দেখিয়ে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী পর্যন্ত ১০০ টাকা বাড়তি ভাড়া আদায় করেন।

এ সময় রাব্বী রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। তারা রেলওয়ে থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করতে বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে টিটিই রায়হান কবির বলেন, বুধবার রূপসা এক্সপ্রেস ট্রেনে কোনো যাত্রীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসা ট্রেনে নির্যাতনের শিকার ওই যাত্রী দুপুরের পর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ঘটনাটি পার্বতীপুর রেলওয়ে থানার আওতায় হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় মামলা করতে বলা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র লওয়

এছাড়াও পড়ুন:

সাদা পাথর লুট: সিলেটে বিএনপি সভাপতির পদ স্থগিত

সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে দলটি। 

সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। তাঁর স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি ভোলাগঞ্জ কোয়ারির পাশে সরকারের অন্তত ২৭৫ একর উন্মুক্ত জায়গা আছে। ২০০১ সালের দিকে এসব জায়গার দখল নেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন। এর মধ্যে সাহাব উদ্দিনের দখলে চলে যায় অর্ধেকের বেশি জমি। পাশে কোয়ারি থাকায় দখলকারীরা জায়গাগুলো পাথর ভাঙার মেশিনের মালিকদের কাছে ভাড়া দেন। 

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও আওয়ামী লীগের নেতাদের সাথে মিলেমিশে সরকারি জায়গা দখল করে ভাড়া দিয়ে খাচ্ছিলেন তিনি। বিগত সরকারের শেষের দিকে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ১০ নম্বর সাইট এলাকায় সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগ উঠে উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিনের বিরুদ্ধে। তিনি ৫ আগস্টের পর পুনরায় সরকারি ঐ ভূমি দখলে নেন। সেখান থেকে লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর টনক নড়ে দলের।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাহাব উদ্দিনকেও এ ঘটনায় লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।”

এ ব্যাপারে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/নূর/এস

সম্পর্কিত নিবন্ধ