ফুটবলে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে, যা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকে বহুদিন। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ ঠিক তেমনই এক রাত উপহার দিল রেড বুল সালসবুর্ককে হারিয়ে। ৩-০ গোলের জয়ে জাবি আলোনসোর শিষ্যরা গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে থেকে পৌঁছে গেল শেষ ষোলোয়। যেখানে তাদের সামনে অপেক্ষা করছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

কয়েক ম্যাচ ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ভিনিসিউস জুনিয়র অবশেষে ফিরলেন নিজের রাজকীয় মেজাজে। প্রথমার্ধে দুর্দান্ত এক গোল, পরে একটি শৈল্পিক অ্যাসিস্ট; দুইভাবেই ম্যাচে ছাপ রেখে গেলেন ব্রাজিলিয়ান এই তারকা। প্রথম গোলটি আসে বেলিংহ্যামের দূরপাল্লার পাস থেকে। একা দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত গড়ানো শটে জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস।

গোল করেই ক্ষান্ত হননি ভিনিসিউস। গিলেরের পাস ধরে বক্সে ঢুকে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেন এবং হঠাৎ এক ব্যাকহিল পাসে বল এগিয়ে দেন ভালভার্দের পায়ে। মিডফিল্ডার ভালভার্দে একটানে নেন শট। আর বল ঠাঁই পায় জালে।

আরো পড়ুন:

ব্রাজিলের ৪টি ক্লাবই নকআউটে, আর্জেন্টিনার সব ক্লাবই গ্রুপপর্বে বিদায়

শেষ নয়, আল-নাসরে নতুন অধ্যায়ের শুরু রোনালদোর

রিয়ালের পক্ষে শুধু গোলদাতারাই নয়, পুরো দলই ছিল ছন্দে। জুদ বেলিংহ্যাম ও চুয়োমেনি মাঝমাঠে রেখে যান ছাপ। আর ডান প্রান্তে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কার্যকর ভূমিকাও প্রশংসার দাবি রাখে। ফ্রান গার্সিয়া ও আর্দা গিলেরের সংযুক্তি ফুটবলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।

৮৪তম মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন গন্সালো গার্সিয়া। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল ভুলভাবে ক্লিয়ার করতে না পারায় সুযোগ পান গার্সিয়া। সুযোগটিকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ডান দিক থেকে চমৎকার ফিনিশিংয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোয় তাদের মুখোমুখি হচ্ছে জুভেন্টাস।

অপরদিকে, একই দিনে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে আল-হিলাল। যারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে পরবর্তী রাউন্ডে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুটি জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।

সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় আজ।

এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসম আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর বিআর ডব্লিউটিপি-ডব্লিউ২-০১, বিআর ডব্লিউটিপি-ডব্লিউ৩-০১ অ্যান্ড বিআর ডব্লিউটিপি-ডব্লিউ১-০২–এর অবশিষ্ট কাজ বাস্তবায়নে সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ