কলকাতায় আবারও গণধর্ষণ, অভিযুক্ত ৩ জনই তৃণমূলের
Published: 28th, June 2025 GMT
কলকাতার আইন কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। ঘটনা দক্ষিণ কলকাতার কসবায় অবস্থিত ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’ ক্যাম্পাসের।
কসবা থানায় বৃহস্পতিবার (২৬ জুন) তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।
জানা গেছে অভিযুক্ত তিনজনই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা। তাদের একজন আবার মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট। এমন ঘটনা সামনে আসার পর রাজনৈতিকভাবেও অস্থিরতা তৈরি হয়েছে রাজ্যটিতে।
২৪ বছর বয়সী নির্যাতিতা তরুণীর অভিযোগ, কলেজ ভর্তি সম্পর্কিত ফর্ম আবেদনপত্র জমা দিতে বুধবার, ২৫ জুন দুপুর ১২টা নাগাদ তিনি কলেজে যান। কলেজের ইউনিয়ন রুমে বসেছিলেন তিনি। একসময় সন্ধ্যার দিকে মূল অভিযুক্ত কলেজের প্রধান গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এরপর কলেজের নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার তালবাগান ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র (৩১) ও তার সহযোগী জাহিব আহমেদকে (১৯)। তৃতীয় অভিযুক্ত প্রতিম মুখোপাধ্যায়কে (২০) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ নাগাদ তার হাওড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্ত মনোজিৎ আবার রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নির্যাতিতা ওই তরুণী অভিযোগ পত্রে জানান- অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে ওই প্রস্তাব নাকচ করে তরুণী জানান তার বয়ফ্রেন্ড রয়েছে। তাতেই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয় মনোজিৎ। ঘরের মধ্যে আটকে রেখে ওই তরুণী এবং তার বয়ফ্রেন্ডকে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি তার বাবা-মাকে গ্রেপ্তার করার হুমকিও দেওয়া হয়। প্রধান অভিযুক্ত মনোজিতের পা ধরে অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। নিরাপত্তা রক্ষীর রুমে জোর করে তাকে আটকে রাখা হয়। পরে তাকে ধর্ষণ করা হয়। এই কাজে তাকে সহায়তা করে আইন কলেজেরই দুই শিক্ষার্থী জাহিদ এবং প্রতিম।
ওই তরুণী অভিযোগ পত্রে আরো জানান, বখাটেরা তাকে হকিস্টিক দিয়ে আঘাত করেছিল। তাই চেষ্টা করেও তাদের হাত থেকে পালাতে পারেননি তিনি।
বৃহস্পতিবার তিন অভিযুক্তকেই কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়।
ইতিমধ্যেই নির্যাতিতা তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে। নমুনা সংগ্রহে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবে ফরেনসিক টিম। ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
অভিযুক্তের আইনজীবী আজম খান বলেন, “যেরকমভাবে ঘটনাটি প্রচার করা হচ্ছে আদেও তা নয়। কলেজে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার সরকারি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা গোটা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। প্রায় এক বছর হতে চললেও নির্যাতিতার পরিবার এখনো ন্যায় বিচার পায়নি।
ওই ঘটনার পরেই কলকাতা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। যদিও সরকারের বক্তব্য- নারী সুরক্ষা নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারই মধ্যে ফের কলকাতার বুকে আবারো ন্যাক্কারজনক ঘটনা ঘটলো!
ঢাকা/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর কলক ত র মন জ ৎ কল জ র সরক র
এছাড়াও পড়ুন:
শেষ ১০ মিনিটে দুই গোলে ঘুরে দাঁড়ানো, টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির
৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দিয়েই ফেলেছিল! কিন্তু কে জানত, নাটকের তখনও অনেক বাকি। পরের মিনিটেই গোল করেন বদলি নামা পিএসজির দক্ষিণ কোরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লি কাং–ইন।
উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে তখন ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর পিএসজি। যোগ করা সময়ের ৪ মিনিটে সেই স্বপ্নপূরণ করেছেন মাঠে নামা আরেক বদলি। হেডে পর্তুগিজ স্ট্রাইকার গনকালো রামোসের গোলে ৯৪ মিনিটে ২–২ গোলে সমতায় পিএসজি!
ম্যাচ তারপর সরাসরি টাইব্রেকারে। যেখানে টটেনহাম হটস্পার্সকে ৪–৩ গোলে হারিয়ে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। আর টটেনহাম গত মে মাসে ইউরোপা লিগ জয়ের পর তিন মাসের মধ্যে আরেকটি ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের সুযোগ হারাল।
নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে এটা ছিল টটেনহামের প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ। ৩৯তম মিনিটে ডাচ সেন্টারব্যাক মিকি ফন দে ফেন গোল করে দলকে এগিয়ে দেন টটেনহামকে। বিরতির তিন মিনিট পর ৪৮ মিনিটে টটেনহামের হয়ে দ্বিতীয় গোলটিও ডিফেন্ডারের। আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো হেডে গোল করেন পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে।
গোলটি ঠেকাতে পিএসজির লুকাস শেভালিয়ের কৌশলগত কোনো ভুল করেছেন কি না, সেই প্রশ্ন ম্যাচ চলাকালিনই উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বল ‘ক্লিয়ার’ করতে পারেননি। ফন দে ফেনের গোলটি ফিরতি শটে।
গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারা পিএসজি ঘুরে দাঁড়ানোর শুরু করে ২০ গজ দূর থেকে নেওয়া লি কাং–ইনের দুর্দান্ত শটে করা গোলে, যার শেষটা রামোসের হেডে করা গোলটি দিয়ে। পেনাল্টি শুটআউটে শুরুটা ভালো ছিল না পিএসজির। প্রথম শটেই ভিতিনিয়া বল পোস্টের বাইরে মারেন।
কিন্তু ফরাসি ক্লাবটির নতুন গোলরক্ষক শেভালিয়ে টটেনহামের মিকি ফন দে ফেনের শট ঠেকান। পোস্টের বাইরে মারেন ইংলিশ ক্লাবটির ফরোয়ার্ড ম্যাথিস তেল। নুনো মেন্দেজের সফল শটে নিশ্চিত হয় পিএসজির ঐতিহাসিক জয়। তার আগে পিএসজির রামোস, উসমান দেম্বেলে ও লি কাং টাইব্রেকারে গোল করেন। টটেনহামের হয়ে ডোমিনিক সোলাঙ্কে, রদ্রিগো বেনতাঙ্কুর ও পেদ্রো পোরো টাইব্রেকারে গোল করলেও লাভ হয়নি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির চলতি বছর এটি পঞ্চম শিরোপা। জয়ের পর ক্লাবটির অধিনায়ক মারকিনিওস বলেছেন, ‘আমি গর্বিত। আমরা বেশি প্রস্তুতি নিতে পারিনি। কিন্তু ফুটবল শুধু শারীরিক নয়, মানসিক ব্যাপারও। সঠিক জায়গায় সঠিক কৌশলটা গুরুত্বপূর্ণ। ২-০ গোলে এগিয়ে থেকে তারা রক্ষণে বেশি মনোযোগ দিয়েছে, পিএসজির মতো দলকে এভাবে আমন্ত্রণ জানানো ভয়ংকর।’
এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে পিএসজি। সুপার কাপের আগে প্রীতি ম্যাচও খেলেনি। রোববার নঁতের মাঠে লিগ আঁ মৌসুম শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টটেনহাম শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বার্নলির।
টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্কের চোখে এই হার অনেকটা ‘সফল অস্ত্রোপচার...কিন্তু রোগি মারা যাওয়া’র মতো। ফর্মেশন পাল্টে নতুন সাইনিং মোহাম্মদ কুদুসকে শুরু থেকে খেলানোর বিষয়ে তাঁর ব্যাখ্যা, ‘জানতাম পিএসজির বিপক্ষে আলাদা কিছু করতে হবে। অনেকটাই বিশেষ অস্ত্রোপচারের মতো। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অস্ত্রোপচার সফল হলেও রোগি মারা গেছে।’
পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘৮০ মিনিট পর্যন্তও আমরা (জয়ের) যোগ্য ছিলাম না। টটেনহামের এটা প্রাপ্য ছিল। আমরা মাত্র ছয় দিন অনুশীলন করেছি। কিন্তু কোনো কোনো সময় ফুটবল অন্যায্য। আমরা ভাগ্যবান যে শেষ ১০ মিনিটে দুই গোল করতে পেরেছি।’
এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে পিএসজি। সুপার কাপের আগে প্রীতি ম্যাচও খেলেনি। রোববার নঁতের মাঠে লিগ আঁ মৌসুম শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টটেনহাম শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বার্নলির।
টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্কের চোখে এই হার অনেকটা ‘সফল অস্ত্রোপচার...কিন্তু রোগি মারা যাওয়া’র মতো। ফর্মেশন পাল্টে নতুন সাইনিং মোহাম্মদ কুদুসকে শুরু থেকে খেলানোর বিষয়ে তাঁর ব্যাখ্যা, ‘জানতাম পিএসজির বিপক্ষে আলাদা কিছু করতে হবে। অনেকটাই বিশেষ অস্ত্রোপচারের মতো। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অস্ত্রোপচার সফল হলেও রোগি মারা গেছে।’
পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘৮০ মিনিট পর্যন্তও আমরা (জয়ের) যোগ্য ছিলাম না। টটেনহামের এটা প্রাপ্য ছিল। আমরা মাত্র ছয় দিন অনুশীলন করেছি। কিন্তু কোনো কোনো সময় ফুটবল অন্যায্য। আমরা ভাগ্যবান যে শেষ ১০ মিনিটে দুই গোল করতে পেরেছি।’