খামেনির বিরুদ্ধে ট্রাম্পের বিষাদগার, আবারো হামলার হুমকি
Published: 28th, June 2025 GMT
ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধকে ‘ইরানের বিজয়’ বলে অভিহিত করায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘তার (খামেনি) মৃত্যু আমি ঠেকিয়েছি’ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘নিশ্চিতভাবেই’ দেশটিতে আবার বোমা হামলা চালাবে।
শুক্রবার (২৭ জুন) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি খামেনিকে ‘ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু’ থেকে রক্ষা করেছিলেন। কিন্তু খামেনি এখন যুদ্ধজয় নিয়ে ‘মিথ্যা’ দাবি করছেন। খবর আলজাজিরার।
তিনি লেখেন, “তার দেশ ধ্বংস হয়ে গেছে, তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম তিনি কোথায় লুকিয়ে ছিলেন। তবুও আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনীকে তার জীবন শেষ করতে দেইনি।”
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পর এটিই ছিল ট্রাম্পের প্রথম বড় প্রতিক্রিয়া।
ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি বলেছিলেন, “মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল। কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি।এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।”
ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হঁশিয়ারি দেন দেশটির এই সর্বোচ্চ নেতা।
এদিকে, যুক্তরাষ্ট্রের এক ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা মাত্র কয়েক মাসের জন্য ব্যাহত হয়েছে, ধ্বংস হয়নি—যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
ট্রাম্প আরো জানান, খামেনির ‘ঘৃণা, ক্রোধ ও ধ্বংসাত্মক ভাষ্যর’ কারণে তিনি ইরানের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন, যা ইরানের দ্রুত পুনরুদ্ধারের একটি সুযোগ দিতে পারত।
একদিন আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে তিনি নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কি না? মার্কিন প্রেসিডেন্ট দ্রুত জবাব দেন, “অবশ্যই। এটি প্রশ্নাতীত।”
তিনি জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অথবা অন্য কোনো গ্রহণযোগ্য সংস্থার পরিদর্শকরা যেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পান, সেটি তিনি চান। কিন্তু এরই মধ্যে ইরান একটি বিল অনুমোদন করেছে, যাতে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়েছে।
তেহরান হয়তো আইএইএর নতুন কোনো পরিদর্শন অনুরোধ গ্রহণ করবে না বলে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন।
তিনি বলেন, “ইরান তার স্বার্থ, জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।”
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।