ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের জানাজা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত
Published: 28th, June 2025 GMT
ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘর্ষে নিহত ইরানের সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীসহ প্রায় ৬০ জনের জন্য জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তেহরানের এঙ্গেলাব স্কয়ারের কাছে ইরানের পতাকায় মোড়ানো মৃত কমান্ডারদের প্রতিকৃতি সম্বলিত কফিনগুলো জনতা ঘিরে ছিল।
চলতি সপ্তাহের শুরুতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হওয়ার পর যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে।
কালো পোশাক পরা শোকাহতদের বিশাল জনতা স্লোগান দিচ্ছিল, ইরানের পতাকা উত্তোলন করেছিল এবং নিহতদের ছবি তুলে ধরেছিলেন।
জানাজায় অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ বিনামূল্যে বাস এবং মেট্রো ভ্রমণের ব্যবস্থা করেছে। সরকারি অফিসগুলো শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
যাদের সমাহিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি যিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।
বাঘেরিকে তার স্ত্রী এবং কন্যার সাথে সমাহিত করা হবে। তারাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে মোট ৬২৭ জন নিহত হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন।
ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি এবং তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ মেহেদি তেহরানচির মতো বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর জানাজাও শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনাকে এ দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার।
আজ সোমবার রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা এসব কথা বলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানির ঘটনা, বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিলেন, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তাঁর প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি, আজকে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন।’
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মরণ করেন আইন উপদেষ্টা। একইসঙ্গে শোকসন্তব্য পরিবারগুলোর কথাও মনে করেন তিনি।
ব্যক্তিগতভাবে এই রায়ে সন্তোষ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, ‘আমি (রায়ে) বিস্মিত না, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য ও জোরালো প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলে তাঁদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’
আইন উপদেষ্টা বলেন, ‘আমি আজকে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে এ দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ।’