চরমোনাই পীরের সমাবেশে আসার পথে দুর্ঘটনায় নিহত ৬
Published: 28th, June 2025 GMT
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচজন ও টাঙ্গাইলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
যশোর থেকে আসা নেতাকর্মীদের বহন করা একটি বাস শুক্রবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন।
শোকবার্তায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছয়জন সঙ্গী শাহাদাতবরণ করেছেন। যা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আশুগঞ্জ সার কারখানায় সমাবেশ
এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
আরো পড়ুন:
আশুলিয়ার সড়কে ৪ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে খুলছে ৪ বন্ধ কারখানা
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন গড়ে ১১৫০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদ। বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবু কাউসারসহ অন্যরা।
বক্তারা বলেন, একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো- যা বৈষম্যমূলক। শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে স্কেলে। যাদের পরিশ্রমে কারখানা সচল থাকে, তাদের সঙ্গে এই বৈষম্য মানা যায় না। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
পাশাপাশি বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন পুনরায় চালুর দাবি জনান বক্তারা। পরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ