বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে। তবে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাছাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন একটি কার্যকর উদ্যোগ।’

তিনি বলেন, ‘জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠাগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রশাসক দিয়ে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাই জনদুর্ভোগ লাঘব ও নিবাচন কমিশনের সক্ষমতা যাছাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই।’

তিনি শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর ড.

নূরুল ইসলাম বাবুল, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মুফতি আলী হায়দার।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম জ ম য় ত আম র স থ ন য় সরক র ইসল ম

এছাড়াও পড়ুন:

কারাগারে গিয়ে ফিলিস্তিনি রাজনীতিবিদকে হুমকি ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী কারাগারে গিয়ে বিশিষ্ট ফিলিস্তিনি রাজনীতিবিদ মারওয়ান বারগুতিকে হুমকি দিয়েছেন। শুক্রবার তিনি এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, কারাবন্দি বারগুতিকে গাভির হুমকি দিয়ে বলছেন, কেউ ইসরায়েলকে হুমকি দেবে তাকে নির্মূল করা হবে।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের অতি-জাতীয়তাবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছিলেন, একটি বন্দোবস্তের কাজ শুরু হবে যা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে এটিকে আরো বিচ্ছিন্ন করবে। এর ফলে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা একেবারে কবরস্থ হবে।

তিনি বলেছেন, “এই বাস্তবতা অবশেষে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে সমাহিত করে। কারণ স্বীকৃতি দেওয়ার মতো কিছুই নেই এবং স্বীকৃতি দেওয়ার মতো কেউ নেই।”

শুক্রবার বেন-গাভিরের এক্স-এর ভিডিও ক্লিপে বারগুতিকে রোগা এবং দুর্বল দেখাচ্ছিল।

ইসরায়েলি মন্ত্রী তাকে বলেছিলেন, “তুমি জিততে পারবে না। যে কেউ ইসরায়েলের জনগণের সাথে ঝামেলা করবে, যে কেউ আমাদের সন্তানদের হত্যা করবে, যে কেউ আমাদের নারীদের হত্যা করবে - আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব।”

বারগুতি ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের একজন সিনিয়র সদস্য। দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা বা বিদ্রোহের সময় ইসরায়েলিদের উপর অতর্কিত হামলা ও আত্মঘাতী হামলার পরিকল্পনার জন্য আদালত তাকে ২০০৪ সালে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪০ বছরের কারাদণ্ড দেয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ