ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বেছে নিল এআই
Published: 28th, June 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপের কেবল গ্রুপ পর্বে শেষ হয়েছে। আজ রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ব্রাজিলের দুই ক্লাব বোটাফোগো ও পালমেইরাস। এরই মধ্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) চলতি ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বেছে নিয়েছে।
এবারের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো ক্লাব আছে। দারুণ ফুটবল খেলছে তারা। তবে বেনফিকা, ফ্লামেঙ্গো, পালমেইরাসের মতো ক্লাব চমক হয়ে এসেছে।
এর মধ্যে ম্যানচেস্টার সিটিতে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অ্যাখ্যা দিয়েছে এআই। এটি এআই-এর এটা কেবল ভবিষ্যতবাণী নয় বরং গবেষণার ফল। ফুটবলার, ফর্ম, কৌশল ও কোচের সামর্থ্যের ওপর গবেষণা করে ম্যানসিটিকে এগিয়ে রেখেছে ক্লাবটি। গ্রুপ পর্বে একমাত্র ক্লাব হিসেবে সিটিজেনরা গ্রুপের তিন ম্যাচই জয় পেয়েছে।
ম্যানসিটিতে আছেন রদ্রি, বেনার্ড সিলভা, ফিল ফোডেন ও আর্লিং হালান্ডের মতো ফুটবলার। দলে নতুন যোগ দেওয়া দুই মিডফিল্ডার টিজানি রেইন্ডার্স ও রায়ান ছের্কি দারুণ ফুটবল খেলছেন। রক্ষণে ভার্ডিওল, আকাঞ্জিদের নিয়ে ভালো দল ম্যানসিটি। যদিও গত মৌসুমে বলার মতো কিছুই জিততে পারেনি তারা।
এআই বলছে চ্যাম্পিয়ন হওয়ার পথে ম্যানসিটিকে চ্যালেঞ্জ জানাতে পারে দুটি ক্লাব। এর একটি হলো জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। অন্যটি ফেলিপে লুইজের ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। এর মধ্যে ম্যানসিটি ও ফ্লামেঙ্গো ফাইনাল খেলবে বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য ফাইনাল পর্যন্ত যেতে হলে শেষ ষোলোয় আগে বায়ার্ন মিউনিখ বাধা পার করতে হবে ফ্লামেঙ্গোর।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প এআই ক ল ব ব শ বক প র ফ টবল
এছাড়াও পড়ুন:
ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর অধিনায়ক কারা
ফুটবলে অধিনায়কের দেখা মেলে বিশেষ দুটি সময়ে—কিক অফ বাঁশি বাজার আগে পার্শ্ব নির্ধারণের টসে আর শিরোপা জয়ের পর অতিথির কাছ থেকে সেটি বুঝে নেওয়ার মুহূর্তে। এ ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিংবা ম্যাচ টাইব্রেকারে গেলে কোন গোল পোস্টে শুট হবে...এমন কিছু ক্ষেত্রেও তাঁদের ভূমিকা রাখতে দেখা যায়।
শুক্রবার শুরু হতে যাওয়া ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে এবার অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে কারও কারও। কেউ কেউ আবার আগে থেকেই দলের বাহুবন্ধনী পরে আসছেন। সাফল্যে, ঐতিহ্যে আলোচনায় থাকা তেমনই কিছু শীর্ষস্থানীয় ক্লাবের এবারের অধিনায়কদের দিকে চোখ বোলানো যাক।
রিয়াল মাদ্রিদ: দানি কারভাহাল
লুকা মদরিচ ক্লাব ছেড়ে যাওয়ার পর এবার নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৩ সাল থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা দানি কারভাহালকে দেওয়া হয়েছে দায়িত্ব। নতুন মৌসুমে রিয়ালের অধিনায়কদের তালিকায় কারভাহালের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ফেদে ভালভের্দে। এ ছাড়া বিকল্প অধিনায়ক হিসেবে আরও আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও থিবো কোর্তোয়া।
রিয়াল মাদ্রিদের নতুন অধিনায়ক দাবি কারভাহাল