আমরা নারায়ণগঞ্জবাসীর অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
Published: 28th, June 2025 GMT
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের (২০২৫-২৮ইং) সনের তিন বছর মেয়াদে নব-নির্বাচিত সম্মানীত উপদেষ্টা, কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যদের অভিষেক ও পরিচিতি সভা শনিবার (২৮ জুন) সকাল ১০:টার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নূর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে স্থানীয় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক-১ জনাব মাহমুদ হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্জ গোলাম রসূল রফিক এবং পবিত্র গীতা পাঠ করেন সম্পাদক মন্ডলীর সদস্য শ্রীমতি পপি রানী সরকার।
সভাপতি তার বক্তব্যে নব-নির্বাচিত সম্মানীত উপদেষ্টা, কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যদের শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এবং সবাইকে একে একে পরিচয় করিয়ে দেন।
তিনি সভাকে এই মর্মে অবহিত করেন যে, বিগত ২৩ জুন ২০২৫ইং তারিখে সংগঠনের নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জ শহরের যানযট নিরসনে ১১ দফা দাবী সম্বলিত সুপারিশ মালা নাসিক প্রশাসকের নিকট পেশ করা ও তা বাস্তবায়নের বিষয়টি আলোচনা ও সমাধানের দাবী করেন।
প্রধান অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা এড.
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আলহাজ্জ এবি সিদ্দিক ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের কার্যক্রমের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকান্ডের প্রতি সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস আজাদ, কুতুবউদ্দিন আহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, হানিফ উল কবীর, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ্ আলম, সম্মানীত উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, শেখ ওয়াজেদ আলী বাবুল, এড. মোঃ রেজাউল করিম খান রেজা এবং নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য পপি রানী সরকার, জাহাঙ্গীর আলম দিপু।
বক্তাগণ বিদ্যুৎ বিভাগ তথা ডিপিডিসি কর্তৃক মরন ফাঁদ প্রি-পেইড মিটার স্থাপনের পাঁয়তারার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে বিদ্যুৎ গ্রাহকদের প্রতি অন্যায় কার্যক্রম বন্ধের দাবী জানিয়ে আগামীতে তীব্র আন্দোলন গড়ে তোলার জোর আহ্বান জানান।
এছাড়া বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ, নারায়ণগঞ্জে উন্নয়নে রাজউকের পরিবর্তে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন”, নারায়ণগঞ্জ বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণ, কদম রসুল সেতু দ্রুত বাস্তবায়ন, পূর্নাঙ্গ মেডিকেল হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় স্থাপন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে আইসিও সেবা চালু করা এবং হাসপাতালগুলিতে ডেঙ্গু ও করোনা টেষ্টের পর্যাপ্ত কীটের ব্যবস্থা করা, পাশাপাশি একটি হার্টসেন্টার, বার্ণ ইউনিট ও কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জোর দাবী জানান।
সভায় প্রায় দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ক্রীড়া সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর কবির পোকন, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, আবুল হোসেন সরদার, শাহাদাত হোসেন, মোস্তফা কামাল, হালিম বেপারী, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সমাজ কল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হোসেন জুলু, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুব কল্যান সম্পাদক মোঃ ইমরান শরীফ, দপ্তর সম্পাদক হাজী ইমামুল হাসান হিমু, প্রবীন সাংবাদিক আবুল হোসেন, জাফর আহম্মেদ সম্পাদক-দৈনিক জন্মভূমি, মনিরুল ইসলাম সবুজ ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক ইয়াদ, নির্বাহী সদস্য ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল, কামাল হোসেন মিলন, তাপস সাহা, উপদেষ্টা এড. বি.এম. হোসেন, হাজী দুলাল মল্লিক, সাইদুল ইসলাম শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, বীরমুক্তিযোদ্ধা মোঃ সফর আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোড়ল, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, স্বাধীন চৌধুরী সাদেক, হাজী কাইয়ুম নবাব, টিটুল আহম্মদ, একে আজাদ, তোফাজ্জল হোসেন, শহীদুল ইসলাম ফয়সাল, মোঃ শওকত আলী রুমান, শাহীন মিয়া, আঃ সালাম সেলিম, আঃ রহমান শ্যামল, মোস্তাফিজুর রহমান শিপলু, নজরুল ইসলাম রোমান, কামরুজ্জামান বাবু, বিপুল হোসেন শুক্কুর, মোঃ ইকবাল শেখ, মোঃ সোহেল, মোঃ রাসেল, মোঃ সুলতান, আমির হোসেন-১, আমির হোসেন-২, জিয়াউল হক জুয়েল, আমান হোসেন সিয়াম, সাইফুল ইসলাম, জামিল আহাম্মদ, উত্তম কুমার দাস পান্ডু, হীরা, রিজন, মারুফ, মোঃ হুমায়ন খন্দকার, আব্দুল রশীদ কালু, মোঃ বাবুল, মোঃ নুরু বেপারী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ত উপদ ষ ট ল ইসল ম স গঠন র আলহ জ জ রহম ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।