প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে শনিবার থাই রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

২০২৩ সালে ফিউ থাই দল ক্ষমতায় আসার পর থেকে এটি এ পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশে। জনতা ভারী বর্ষণ সত্ত্বেও ৩৮ বছর বয়সী পায়েতংটার্নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

প্রতিবাদী নেতা পার্থেপ পোরপংপান বলেছেন, “তার সরে যাওয়া উচিত কারণ তিনিই সমস্যা।”

মে মাসে সীমান্তের একটি বিতর্কিত অংশ নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষের মাধ্যমে সর্বশেষ বিরোধ শুরু হয়েছিল। থাই জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো পায়েতংটার্নকে থাই সেনা কমান্ডারের সমালোচনা করার এবং কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

প্রতিবাদী নেতা পার্নথেপ জানান, অনেক থাই জনগণ মনে করেন যে প্রধানমন্ত্রী ও তার প্রভাবশালী বাবা থাকসিন সিনাওয়াত্রাকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন পরিচালিত করছেন। কারণ হুন সেন হচ্ছেন সিনাওয়াত্রা পরিবারের একজন প্রাক্তন মিত্র।

যুদ্ধ স্মৃতিস্তম্ভ ভিক্টরি মনুমেন্টের ব্যস্ততম মোড় অবরোধ করে, অনেক বয়স্ক ব্যক্তিসহ জনতা থাইল্যান্ডের জাতীয় তিরঙ্গা পতাকা উড়িয়েছিল।

বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করে “উং ইং, বেরিয়ে যাও’ স্লোগান দিতে শোনা গেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ