হোটেল ঘেরাও করে আ.লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ
Published: 28th, June 2025 GMT
রাজশাহীতে এক আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ওই আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার এলাকার হোটেল মুন ঘেরাও করে তাকে আটক করা হয়। নগরীর বোয়ালিয়া থানার একটি মামলায় শনিবার তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তানোর থানার একটি মামলায় স্বপন জামিনে ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে বিএনপির নেতাকর্মী ও সমর্থক পরিচয় দিয়ে কিছু লোক আবাসিক হোটেল মুন ঘেরাও করেন। তারা হোটেল কর্তৃপক্ষকে জানান, স্বপন ভেতরে আছে। তাকে তাদের হাতে তুলে দিতে হবে। প্রথমে হোটেল কর্তৃপক্ষ তাকে দিতে অস্বীকার করে। রাত সাড়ে ১১টার দিকে হোটেলে ঢুকে স্বপনকে বের করে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, রাতে হোটেলে আওয়ামী লীগের লোকজন গোপনে বৈঠক করছিলেন। এই খবর পেয়ে ছাত্র-জনতা আওয়ামী লীগ নেতা স্বপনকে আটক করেন। ছাত্র-জনতার সঙ্গে বিএনপির নেতাকর্মী ছিলেন। সেখানে কোনো মব হয়নি। কোনো মব তৈরি না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, জনতার হাতে আওয়ামী লীগ নেতা স্বপনকে আটক করার খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে চট্টগ্রাম নগরী থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার গভীর রাতে পাহাড়তলী এলাকা থেকে তাকে ধরা হয়। আজ নগরীর কোতোয়ালি থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পাহাড়তলী থানার ওসি মো.
গত ৫ আগস্ট সরকার পতনের পর আরজুর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে মামলা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত কর ম ব এনপ র আওয় ম
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।