ফেনীতে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ছেলে হাফিজুল ইসলাম (৪২) ও তার মা ফাতেমাতুজ জোহরাকে (৬২) হাসপাতালে নেওয়া হয়। ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পর হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এরপর আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাতুজ জোহরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় যানজটে আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

গেটম্যান বাবু বলেন, “গেট বন্ধ করেও সিএনজিটি সরানো যায়নি। ট্রেন থামাতে লাল সিগনাল দিয়েছিলাম কিন্তু দূরত্ব কম থাকায় থামানো সম্ভব হয়নি।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শামসুজ্জামান বলেন, “এ ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন এবং সিএনজিচালক আহত হয়েছেন। মরদেহ দুটি হাসপাতালে রাখা হয়েছে।”

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, “নিহত ছেলের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। রাত ১১ টার দিকে চট্টগ্রাম নেয়ার পর সেখানে তার ফাতেমাতুজ জোহরাও (৬২) মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/সাহাব উদ্দিন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স এনজ

এছাড়াও পড়ুন:

১৩ বছর ধরে টিউশন মাধ্যম হিসেবে কাজ করছে কেয়ারটিউটরস অ্যাপ

এখন থেকে ১৩ বছর আগে স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে কেয়ারটিউটরস নামে টিউশনের সম্পূর্ণ অনলাইনভিত্তিক একটি মাধ্যম গড়ে ওঠে ঢাকায়। অনলাইনের পাশাপাশি সম্পূর্ণ অ্যাপভিত্তিক টিউশন ব্যবস্থাপনার ইকোসিস্টেমে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সেবাগ্রহীতার সংখ্যাও পৌঁছেছে ৫ লাখের ওপরে।

কেয়ারটিউটরস অ্যাপ ইকোসিস্টেম তৈরি করে যেখানে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাপটি টিউটর ও সেবাগ্রহীতাদের যাচাই করে। এ ছাড়া অ্যাপ থেকেই টিউটররা প্ল্যাটফর্ম চার্জের পেমেন্ট করতে পারেন। এতে রয়েছে অ্যাটেনডেন্স ট্র্যাকিং, যা অভিভাবকদের বাসার বাইরে থেকেও টিউটরের আসা–যাওয়ার হালনাগাদ তথ্য দেয়। কনফারমেশন লেটারের মাধ্যমে টিউশন চুক্তি ডিজিটাল সাইন করে নিশ্চিত করা যায়। টিউটররা টিউশন হালনাগাদ সরাসরি অ্যাপে জানাতে পারেন এবং রিয়েল-টাইম নোটিফিকেশনের মাধ্যমে নতুন টিউশন, অ্যাপ্লাই স্ট্যাটাস, প্রোফাইল ভিউ বা সার্ভিস হালনাগাদ সম্পর্কে জানতে পারেন। একইভাবে অভিভাবক-শিক্ষার্থীরাও এসব নোটিফিকেশন পান।

দেশে অনলাইন টিউশন খোঁজার প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস ১৩ বছরের পূর্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কেয়ারটিউটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘আমাদের স্বপ্ন ছোট নয়, আকাশছোঁয়া। দেশের সেরা টিউটর খোঁজার প্ল্যাটফর্ম হওয়া এখন আমাদের অঙ্গীকার।’

কেয়ারটিউটরসের অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়। অ্যান্ড্রয়েড অ্যাপটি এ পর্যন্ত ৩ লাখের বেশিবার নামানো হয়েছে, যেখানে ৪ হাজার ৫৮০-এর বেশি ব্যবহারকারী রেটিং ও রিভিউ দিয়েছেন। আইওএস অ্যাপের ডাউনলোডের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে এবং ৬৬৬-এর বেশি ব্যবহারকারী রিভিউ প্রদান করেছেন। এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮-১০ হাজারের মধ্যে রয়েছে।

অ্যাপের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি বিষয়, ক্লাস, এলাকা ও বাজেট অনুসারে উপযুক্ত টিউটর খোঁজার সুবিধা দেয়, যাতে অভিভাবক বা শিক্ষার্থীরা মাত্র কয়েকটি ক্লিকে পছন্দমতো পরিষেবা পেতে পারেন।

এ ছাড়া টিউটরদের এক ক্লিকে টিউশনে অ্যাপ্লাই করার সুযোগ আছে এখানে। বিস্তারিত প্রোফাইল ও রেটিং সিস্টেম থাকায় অভিভাবকেরা টিউটরের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও রিভিউ দেখে সিদ্ধান্ত নেন। লোকেশনভিত্তিক ফিল্টারিংয়ের মাধ্যমে টিউটররা নিজের এলাকার টিউশনগুলো সহজেই খুঁজে পান এবং নিজের যোগ করা লোকেশনে টিউশন পোস্ট হলেই নোটিফিকেশন পান।

কেয়ারটিউটরসে অনলাইন ও হোম টিউশন—দুই সুবিধাই আছে। অভিযোগ কিংবা পরামর্শের ক্ষেত্রে ‘মেসেজ টু সিইও’ অপশন ব্যবহার করে সরাসরি প্রতিষ্ঠানের প্রধানের কাছে জানানো যায়। আবার ‘এক্সক্লুসিভলি ইয়োরস’ সুবিধার মাধ্যমে ৪০টির বেশি কোম্পানির বিশেষ ছাড় সুবিধা উপভোগ করা যায়।

কেয়ারটিউটরস পাওয়া যাবে এই ওয়েব ঠিকানায়। দেশের সব বিভাগীয় শহরসহ সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় সেবা প্রসারিত করেছে। কেয়ারটিউটরসে ৪ লাখ ৫০ হাজারের বেশি টিউটর যুক্ত। যাঁরা একাডেমিক, ছবি আঁকা, ধর্মীয় শিক্ষা, ভাষা, দক্ষতা উন্নয়নসহ ১৩টি শ্রেণিতে পড়ান। মাসুদ পারভেজ জানান, আগামী বছরগুলোতে নতুন সুবিধা যুক্ত করে শিক্ষার্থী, অভিভাবক ও টিউটরদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কেয়ারটিউটরস কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ