একটা ফুটবল ম্যাচ শেষ হতে লাগে ৯০ মিনিট। মাঝের বিরতি এবং প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের যোগ করা বাড়তি মিনিট মিলিয়ে দুই ঘণ্টার মতো সময়ও লাগে। তবে গতকাল রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসি-বেনফিকার শেষ ষোলোর ম্যাচ শেষ হতে লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা।

দীর্ঘ সময় নেওয়া এই ম্যাচে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। ম্যাচে চেলসির হয়ে গোল করেছেন রিস জেমস, ক্রিস্তোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারনান ডেওসবারি-হল। বেনফিকার হয়ে একমাত্র গোলটি বিদায়ী ম্যাচ খেলতে নামা আনহেল দি মারিয়ার।

যুক্তরাষ্ট্রের শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হওয়া ম্যাচটির দীর্ঘ সময় লাগার কারণ ঝড় ও বজ্রপাত। ম্যাচের ৮৬ মিনিটে ঝড় ও বজ্রপাতের শঙ্কায় খেলা বন্ধ করেন দেন রেফারি স্লাভকো ভিনিচ। ওই সময় ৬৪ মিনিটে রিস জেমসের দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল চেলসি।

ম্যাচের ফল প্রায় নিশ্চিত, খেলাও বাকি মাত্র ৪ মিনিট—এমনটা ভেবে গ্যালারিতে থাকা ২৫,৯২৯ দর্শকের অনেকে মাঠ ছেড়ে যান। স্টেডিয়াম এলাকায় বজ্রপাত না হলেও আশপাশের অঞ্চলে আবহাওয়া প্রতিকূল ছিল বলে রেফারি খেলা শুরু করতে দেরি করেন। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়েরা যখন আবার মাঠে ফেরেন, ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় ২ ঘণ্টা।

দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে এবার দেখা দেয় নতুন নাটকীয়তা। ৯২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেনফিকা পেনাল্টি পেয়ে গেলে তা কাজে লাগিয়ে গোল করে ফেলেন দি মারিয়া। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।

এরই মধ্যে কিক–অফ বাঁশির পর থেকে পেরিয়ে গেছে চার ঘণ্টার মতো। নকআউট পর্বের ম্যাচ হওয়ায় ফলের জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত আধা ঘণ্টায়। এই অংশের প্রথম মিনিটে দুই দলই ছিল গোলহীন। তবে বিরতির পরের ১৫ মিনিটে আট মিনিটের মধ্যে টানা তিন গোল করে চেলসি। ১০৮ মিনিটে এনকুকু, ১১৪ মিনিতে নেতো আর ১১৭ মিনিটে ডেওসবারি-হল।

বড় ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেও ম্যাচে দীর্ঘ সময় বিরতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চেলসি কোচ এনজো মারেসকা। এবারের ক্লাব বিশ্বকাপে বেনফিকা-চেলসি ম্যাচ নিয়ে সপ্তমবার আবহাওয়ার কারণে ম্যাচ স্থগিত হয়েছে। বিষয়টি তুলে ধরে মারেসকা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেন আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র উপযোগী কি না, এমন প্রশ্নও তুলেছেন, ‘এই নিয়ে ৭, ৮ কি ৯ বার ম্যাচ স্থগিত হলো। সত্যি বলতে, এটা একটা তামাশা। ফুটবল নয়। (এত লম্বা সময়) ভেতরে থাকা যায় না। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যেটার কারণ আমি ঠিকঠাক বুঝতে পারছি না। নিরাপত্তার কারণে ম্যাচ স্থগিত হতে পারে। কিন্তু আপনাকে যখন সাত-আটবার স্থগিত করতে হয়, তখন বলতে হবে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি সঠিক জায়গা নয়।’

আগামী বছর ৪৮ দলের বিশ্বকাপে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। ক্লাব বিশ্বকাপে যেভাবে আবহাওয়ার কারণে ম্যাচ স্থগিত করতে হচ্ছে, তাতে বিশ্বকাপ নিয়ে শঙ্কাও জানিয়ে রাখলেন চেলসি কোচ, ‘ম্যাচ স্থগিত করা স্বাভাবিক বিষয় নয়। একটা বিশ্বকাপে কতবার ম্যাচ স্থগিত হয়েছে? সম্ভবত একবারও নয়। ইউরোপে কতবার? একবারও নয়। আমরা এখানে দুই সপ্তাহের মধ্যে ছয়-সাতবার দেখলাম। ব্যক্তি হিসেবে বলব, এখানে কিছু সমস্যা আছে।’

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, যারা গতকাল রাতেই স্বদেশি ক্লাব বোতাফোগোকে হারিয়েছে ১-০ ব্যবধানে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প

এছাড়াও পড়ুন:

ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো

কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।

ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।

এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।

এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ