বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সদস্যদের জন্য সম্প্রতি মাস্টারকার্ডের একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক। এই কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ থাকবে। সেই সঙ্গে রয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিনা মূল্যে প্রবেশাধিকারের সুযোগ। এ ছাড়া ১২০টি দেশের ১ হাজা ৬০০টি আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করা যাবে। এর ওপর পিক-অ্যান্ড-ড্রপ ও মিট-অ্যান্ড-গ্রিট সুবিধা উপভোগ করতে পারবেন কার্ডধারীরা।

ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই কার্ডধারীরা বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডের রেস্টুরেন্টে ১২ শতাংশ ক্যাশব্যাক এবং ফাইভ স্টার হোটেলে ‘১টি কিনলে ১টি ফ্রি’ পাবেন। শপিংপ্রেমীদের জন্য মাস্টারকার্ডের ৯ হাজারের বেশি মার্চেন্ট পার্টনার দোকানে আকর্ষণীয় অফার ও মূল্যছাড় রয়েছে।

কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মোহাম্মদ মারুফ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি খালেদ হোসেন মাহবুবসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শেখ মোহাম্মদ মারুফ জানান, তাঁর ব্যাংক সব সময় গ্রাহকদের মানসম্মত ও উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের চেষ্টা করে। এই কো-ব্র্যান্ডেড কার্ড সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা বিশেষ শ্রেণির গ্রাহকদের জন্য প্রিমিয়াম সুবিধার সঙ্গে বাস্তবিক চাহিদার সমন্বয় ঘটাবে।

বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি খালেদ হোসেন মাহবুব বলেন, ‘এই কার্ড চালু আমাদের সদস্যদের চাহিদা পূরণের প্রতি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এমন একটি বিশেষায়িত আর্থিক সমাধান, যা তাঁদের মর্যাদা ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘ঢাকা ব্যাংক ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সঙ্গে এই নতুন ক্রেডিট কার্ডের অংশীদার হতে পেরে মাস্টারকার্ড গর্বিত। এই সহযোগিতা মাস্টারকার্ডের প্রতিশ্রুতিকে তুলে ধরে, যা বাংলাদেশে কার্ডহোল্ডারদের জন্য উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে তাঁদের স্বপ্ন ও আগ্রহ পূরণে সহায়তা করে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডহোল্ডারদের লাইফস্টাইল, ভ্রমণ ও আর্থিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে বিশেষ সুযোগ-সুবিধা দেবে নতুন এই ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড। এই কার্ডধারীরা ঢাকা ব্যাংকের কুইনটুপল ক্রেডিট শিল্ড প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে পারবেন। এই প্রোগ্রাম কার্ডহোল্ডারদের আর্থিক সুরক্ষা ও নমনীয়তা নিশ্চিত করে, যেখানে ৪০ লাখ টাকা পর্যন্ত বিমাসুবিধা এবং বড় ধরনের কেনাকাটার জন্য দুই বছর পর্যন্ত অতিরিক্ত খরচ ছাড়াই ইএমআই সুবিধা মিলবে। এ ছাড়া মাস্টারকার্ড ব্র্যান্ডের কার্ডহোল্ডাররা কোনো ইস্যু ফি বা বার্ষিক ফি ছাড়াই তিনটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম স ট রক র ড র টস ক ল ব র এই ক র ড দ র জন য ম হ ম মদ আর থ ক

এছাড়াও পড়ুন:

ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো

কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।

ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।

এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।

এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ