ক্লাব বদল হলেও স্মৃতি বদলায় না। আর স্মৃতি যদি হয় প্যারিসের মতো শহরের, তা হলে তো প্রশ্ন আরও জটিল। আজ রাতেই সেই প্রশ্নের উত্তর খুঁজবে ফুটবল বিশ্ব, যখন লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হবে তার পুরনো ক্লাব পিএসজি’র।

বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আলোচিত এই লড়াই। মেসির সামনে এবার শুধু প্রতিপক্ষ নয়, পুরনো পরিচিত মুখগুলোর ছায়াও।

মায়ামির কোচ জাভিয়ের মাশচেরানো এক সময় বার্সেলোনায় ছিলেন লুইস এনরিকের শিষ্য। আজ তারই বিপক্ষে নামছেন কোচ হিসেবে। এনরিকে এখন পিএসজির দায়িত্বে। আর মেসির তো পুরো পিএসজি অধ্যায়টাই ছিল অনেকটা বিস্বাদে ভরা, যার অবসান ঘটে ২০২৩ সালের আগে।

আরো পড়ুন:

চার বছরের অপেক্ষার অবসান: বার্সার কাছ থেকে বকেয়া পাচ্ছেন মেসি

ঝড়, পেনাল্টি, অতিরিক্ত সময়- সব পেরিয়ে চেলসি শেষ আটে

এই ম্যাচটা তাই শুধু ১৬-রাউন্ড নয়, বরং এক ব্যক্তিগত পুনর্মিলনের নাট্যশালা।

পিএসজির ভরসা এখন তরুণ প্রজন্ম— দিজিরে দুয়ে, বারকোলা আর প্রতিভাবানদের কাঁধে আস্থার ভার। অন্যদিকে মায়ামি যেন এক দল ‘বার্সেলোনা নস্টালজিয়া’। মেসি, সুয়ারেজ, বুসকেটস, জর্ডি আলবা— যাদের চিনে রেখেছেন এনরিক। যারা জানেন কীভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়।

পিএসজি কোচ এনরিক ম্যাচপূর্ব সাক্ষাৎকারে বলেন, “মেসি সবসময় বলের সঙ্গে জাদুকর। আর বাকি সাবেকরা এখনও আগের মতোই শার্প। ওদের বিপক্ষে খেলাটা সহজ হবে না।”

মাশচেরানোর কথা আরও সাবধানী, “তারা কে, কী করেছে, সেটা নয়; আমরা কিভাবে খেলি সেটাই গুরুত্বপূর্ণ। ফুটবলে কোনো কিছু আগেই বলা যায় না।”

ক্লাব বিশ্বকাপে এখনও অপরাজিত ইন্টার মায়ামি। গ্রুপপর্বে এক জয় ও দুই ড্র নিয়ে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে। মেসিও এই টুর্নামেন্টে আনবিটেন থাকার রেকর্ড ধরে রাখতে চাইবেন। যদিও মায়ামির বড় সুবিধা উসমান দেম্বেলে ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলছেন না।

মেসির জন্য আজকের ম্যাচ নিছক ৯০ মিনিটের খেলা নয়, এটা একটা অধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে নতুন গল্প রচনা করার মুহূর্ত। মাঠে যেমন থাকবে কৌশলের লড়াই, তেমনি আবেগ, ইতিহাস আর প্রত্যাশার ভারও।

কে জিতবে? মায়ামির অভিজ্ঞতা নাকি পিএসজির তরুণ বিদ্যুৎ? আজ রাতেই হবে সেই মীমাংসা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ এনর ক

এছাড়াও পড়ুন:

ভয়াবহ আগুন কলকাতার বড়বাজারে, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারের কাছে বড়বাজারের এজরা স্ট্রিটের একটি গুদামে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার ভোর রাতে আগুন লাগলেও সেই আগুন সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরো বৃদ্ধি করা হতে পারে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভালো করে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিক সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলছেন। 

আরো পড়ুন:

ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

চীন সীমান্তের পাশে নতুন বিমানঘাঁটি স্থাপন করেছে ভারত

যদিও ফায়ার সার্ভিসের তরফে সূত্রপাত সম্পর্কে এখনও কিছু নিশ্চিত কিছু জানাতে পারেনি, তারা আগুন নেভাতেই এখনো পর্যন্ত ব্যস্ত। পুলিশ ও দমকল সূত্রে খবর, ভোরে ওই গুদাম থেকে কালো ধোঁয়া বার হতে দেখে স্থানীয়রাই দমকলকে জানান। ঘনবসতি এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও তারা দেরিতে এসেছে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ভয়াবহ আগুন কলকাতার বড়বাজারে, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন