রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. বাপ্পিকে যশোর থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১টি গুলি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার বিকেলে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাপ্পি ওরফে মো.

আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক, তাঁর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান।

আরও পড়ুনঢাকার পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত: পুলিশ১৯ জুন ২০২৫

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাপ্পি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে বাপ্পির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাতটি গুলি পাওয়া যায়। বাপ্পির দেওয়া তথ্যে ঢাকার ডেমরা থানার বাদশা মিয়া রোডের একটি ফ্ল্যাট থেকে আরও দুটি বিদেশি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৪৪টি গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনমাদক কারবারিদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি১৯ জুন ২০২৫

এর আগে ১৮ জুন রাতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ আবদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১৯ জুন মধ্যরাতে ফকিরাপুল থেকে পল্টনমুখী একটি প্রাইভেট কার থামানোর চেষ্টা করলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এরপর পলাতক অস্ত্রধারী মাদক চক্রের সদস্যদের শনাক্তে অভিযান শুরু করে ডিবি। তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে বাপ্পির নাম উঠে আসে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য ঘটন য়

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ