আমদানি ও রপ্তানি কার্যক্রমে মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) শুধুমাত্র অনলাইনে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্মের মাধ্যমে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ সিদ্ধান্তের ফলে দেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে পারে বলে আশা করা হচ্ছে। এনবিআর বলছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে। এতে সরকারি কাজের গতি বৃদ্ধির পাশাপাশি দুর্নীতির সুযোগও কমবে এবং বাণিজ্য পরিবেশে আন্তর্জাতিক মান বজায় রাখা সহজ হবে।

‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডব্লিউ) একটি ওয়ান-স্টপ অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে একজন আমদানিকারক বা রপ্তানিকারক পণ্য খালাসে প্রয়োজনীয় সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট, সংক্ষেপে সিএলপি অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে তা সংগ্রহ করতে পারবেন। আবেদন করার আগে ব্যবসায়ীদের অবশ্যই ব্যবসা শনাক্তকরণ নম্বর বা পিন ব্যবহার করে bswnbr.

gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

এনবিআর জানিয়েছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ১৯টি সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে ইস্যুকৃত সিএলপি একসঙ্গে অনলাইনে দাখিল ও যাচাই সম্ভব হচ্ছে। ফলে আর কোনো কাগজপত্র হাতে বহন করতে হবে না কিংবা অফিসে ঘুরতে হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই প্ল্যাটফর্ম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সিএলপির সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ১৫টি। এর মধ্যে ৮৫ দশমিক ৯৭ শতাংশ সার্টিফিকেট ইস্যু হয়েছে এক ঘণ্টার কম সময়ে। এছাড়া আর ৯৪ দশমিক ৬৩ শতাংশ হয়েছে একদিনের কম সময়ের মধ্যে।

আমদানি বা রপ্তানির জন্য যে ১৯টি সংস্থার সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট নিতে হয়, সেগুলো হলো- ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডিএ, রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি, বিস্ফোরক পরিদপ্তর, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন, বেজা, বেপজা, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ,  সিভিল এভিয়েশন, বিটিআইসি, মৎস অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, পিডব্লিউডি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিজিএমইর, বিকেএমইএ এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়। এ সংস্থাগুলোর ইস্যুকৃত সকল সিএলপি এখন থেকে বিএসডব্লিউর মাধ্যমেই দাখিল করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে গ্রহণ করা হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আমদানি-রপ্তানি কার্যক্রমে জড়িত সব পক্ষকে বিএসডব্লিউ ব্যবহারে সহযোগিতার আহ্বান জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনে ১৬১৩৯ নম্বরে কল সেন্টার হটলাইনে ফোন করে বা www.bswnbr.gov.bd ওয়েবসাইট থেকে সহায়তা পাওয়া যাবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: এনব আর প ল য টফর ম আমদ ন স এলপ

এছাড়াও পড়ুন:

ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো

কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।

ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।

এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।

এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ