ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন। গত সপ্তাহের বুধবারে রওনা হয়ে প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরান থেকে ওই বাংলাদেশিরা রোববার করাচিতে পৌঁছায়। সেখান থেকে সোমবার রাতে দুবাই হয়ে মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন সমকালকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
 
একটি কূটনৈতিক সূত্র জানায় যে সবাই সুস্থ অবস্থায় আছে। বাংলাদেশিদের মধ্যে তিনজন রোগী ছিল এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধের সময়ে তেহরান আক্রান্ত হলে সেখান থেকে বাংলাদেশিদের সরে যেতে হয়। এদের মধ্যে যারা বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদেরকে সরকারি ব্যবস্থায় ফেরত আনার কথা জানানো হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে যুবলীগ কর্মী মফিজ গ্রেপ্তার  

বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে অটোরিক্সার গ্যারেজ থেকে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে  ২৩ টি অটোরিক্সা ও  চার্জার লুট করার  মামলায়  স্থানীয় যুবলীগ কর্মী ও মাদক ব্যবসায়ী  মফিজ উদ্দিন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত মফিজ উদ্দিন  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত জিয়াবল ভূইয়া মিয়ার ছেলে ও  কলাগাছিয়া ইউনিয়ন ৭ং ওয়ার্ড যুবলীগ কর্মী ।

গ্রেপ্তারকৃতকে শনিবার (১৬ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।  এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ২৩ জুলাই রাত সাড়ে ১২টায় বন্দর শাহীমসজিদস্থ বুলবুলের অটোরিক্সার গ্যারেজে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা চালায় উল্লেখিত এলাকার স্থানীয় সন্ত্রাসীরা।

ওই সময় হামলাকারিরা দাবিকৃত চাঁদা না পেয়ে ২৩টি অটোরিক্সা ও ২৩টি চার্জারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী জানিয়েছে,গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মফিজ উদ্দিন ফ্যাসিস্ট সরকারের আমলে বুরুন্দীসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।  

ধৃত যুবলীগ নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে  যুবলীগ নেতা মফিজ উদ্দিন গ্রেপ্তার এড়ানোর জন্য কিছু দিন গা ঢাকা দেয়।
 

সম্পর্কিত নিবন্ধ