ইরানে পারমাণবিক স্থাপনায় আবারো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দেন। তিনি বলেন, “প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারো ইরানে হামলা চালাবে।”

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ জুলাই) রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম। প্রয়োজনে আমরা আবারো তা করব।”

আরো পড়ুন:

চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়া চালাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন পলাতক

ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্যও আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি।

ট্রাম্প লিখেছেন, “সিএনএনের উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংসকারী মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া।”

সোমবার (২১ জুলাই) ফক্স নিউজের ব্রেট বেয়ারেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বলেন, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে- গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে.

.. যার পরিমাণ এখন আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে।”

পররাষ্ট্রমন্ত্রী আরো ইঙ্গিত দেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই।

ফক্স নিউজকে তিনি বলেন, “আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না। কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন, এবং এখন এটি জাতীয় গর্বের প্রশ্ন।”

গত শুক্রবার তুরস্কে ইস্তাবুলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের নতুন করে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এলো। 

এর আগে, ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক আক্রমণের আগ পর্যন্ত ওমানের মধ্যস্থতায় তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল। তবে ওমানের রাজধানী মাস্কাটে পরিকল্পিত ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনার মাত্র দুই দিন আগে ইরানে হামলা চালায় ইসরায়েল। যার ফলে ১২ দিনের যুদ্ধ শুরু হয়েছিল।

গত ২২ জুন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র, তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র আম দ র

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ