নিজের বাড়িতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বলিউডের জনপ্র্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। মঙ্গলবার (২২ জুলাই) রাতে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে কাঁদতে কাঁদতে এসব তথ্য জানান ‘আশিক বানায়া আপনে’খ্যাত এই তারকা।

এ ভিডিওতে দেখা যায়, অঝোরে কাঁদছেন তনুশ্রী। কাঁদতে কাঁদতে এ অভিনেত্রী বলেন, “নিজের বাড়িতে আমাকে হেনস্তা করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ থানায় অভিযোগ দায়ের করতে বলেছে। আগামীকাল যাব কারণ আজ আমার শরীর ভালো লাগছে না। গত ৪-৫ বছর ধরে আমাকে হয়রানি করা হচ্ছে। সময়ের সঙ্গে আমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আমি কিছুই করতে পারছি না। আমার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”  

নিজের মতো করে পরিচারিকা রাখতেও পারেন না তনুশ্রী। এ অভিযোগ করে তিনি বলেন, “আমি বাড়িতে ওষুধও রাখতে পারি না। কারণ ওরা পরিকল্পনা করে পরিচারিকা রেখেছে আমার উপর নজর রাখার জন্য। আমি ওদের বিশ্বাস করি না। কারণ ওরা আমার বাড়ি থেকে চুরি করে। নতুন কাজের মানুষও ওরা নিতে দেয় না। সব কাজ আমাকেই করতে হয়। আমার বাড়িতে আমাকে হয়রানি করছে। দয়া করে আমাকে সাহায্য করুন।” 

আরো পড়ুন:

দুঃসাহসিক বিমান যাত্রার গল্প নিয়ে বলিউডের ৪ সিনেমা

সংসার ভাঙছে ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই টিনার?

ইনস্টাগ্রামে একটি অডিও শেয়ার করেছেন তনুশ্রী, তাতে কিছু কণ্ঠস্বর শোনা যায়। এর ক্যাপশনে তনুশ্রী লেখেন, “আমি এমন বিকট শব্দের মুখোমুখি হচ্ছি। আমার বাড়ির ছাদে, দরজার বাইরে অদ্ভুত শব্দ হচ্ছে। ২০২০ সাল থেকে এটা হচ্ছে। আমি বিল্ডিংয়ের ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন কানে হেডফোন লাগিয়ে হিন্দু মন্ত্র শুনি। আমি প্রচন্ড চাপ ও উদ্বেগের মধ্যে আছি। আমি অসুস্থ হয়ে পড়েছি।” 

কারা এভাবে হেনস্তা করছেন, সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি তনুশ্রী। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানান এই অভিনেত্রী। 

২০২২ সালে এমন অভিযোগ করেছিলেন তনুশ্রী। তখন এ অভিনেত্রী দাবি করেছিলেন—খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।

২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী দত্ত। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ দিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দারুণ আলোচনার জন্ম দেন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র ব ড়

এছাড়াও পড়ুন:

যেসব রোগ থাকলে ডাবের পানি পান করা উচিত নয়

ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়ামের মতো পুষ্টি। তাই ডাবের পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক উজ্জ্বল হয়। এর ব্যবহার শরীরের জন্য আরও অনেক কারণেই ভালো। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত উপকারিতায় পরিপূর্ণ ডাবের পানি কিছু মানুষের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর।

ডায়াবেটিস
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন তাহলে আপনার ডাবের পানি পান করা উচিত নয়। কারণ ডাবের পানি পান করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। 

অ্যালার্জি
ডাবের পানি পান করার পরে যদি আপনার ত্বকে চুলকানি শুরু হয় বা লাল দাগ দেখা দেয়, তাহলে আপনার ডাবের পানি পান করা এড়িয়ে চলা উচিত। 

আরো পড়ুন:

বিশেষজ্ঞের পরামর্শ: মুখের দুর্গন্ধ দূর করার উপায়

পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন

কিডনি রোগী
কিডনি রোগী এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও ডাবের পানি পান করা উচিত নয়। ডাবের পানিতে পটাশিয়াম থাকে যা কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। ফলে কিডনি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।

সর্দি-কাশি
যদি আপনার সর্দি-কাশিতে আক্রান্ত হোন, তাহলে ডাবের পানি পান করবেন না। এই পানি পান করলে সর্দি-কাশি আরও বেড়ে যেতে পারে।

সূত্র: ইণ্ডিয়া টিভি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ