ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে আবার বিক্ষোভ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে দাবি পূরণে ২৪ ঘণ্টার সময়সীমা ও বিলম্ব হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ বেলা পৌনে ১১টায় নগরের টাউন হলের মোড় এলাকার জুলাই চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে গিয়ে নিজেদের দাবি মেনে নিতে সময় বেঁধে দেওয়া হয়। দাবি না মানলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।

আরও পড়ুনময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ: চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ২০ মে ২০২৫

শিক্ষার্থীরা জানান, গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর ২০ মে থেকে সব শিক্ষার্থী একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঈদের পর ১৪ জুন প্রতিষ্ঠান খোলা হলেও পাঠ ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেননি তাঁরা। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বন্ধ আছে প্রশাসনিক কার্যক্রমও। শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় ৫ জুলাই থেকে বিআইটি গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। ৬৫ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও দাবি মানতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, দুই মাসের বেশি সময় ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের দাবি জানাচ্ছেন। অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব, কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। কিন্তু বিদ্যমান সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেউ। ৯ জুলাই সড়ক ব্লকেড কর্মসূচি দিলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। কিন্তু তিনিও ব্যর্থ।

কামরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা রম্য খেলা শুরু হয়েছে। আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে আমাদের যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে সন্তোষজনক সমাধান না এলে বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট এই চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে “মার্চ টু ঢাকা” কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আগামী রোববারই “মার্চ টু ঢাকা” করব।’

এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আগে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধানে আগামী সপ্তাহে বসা হতে পারে, তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।’

আরও পড়ুনসহপাঠীর মৃত্যুর পর একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের১৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র পর ক ষ

এছাড়াও পড়ুন:

প্রাইভেট কারে ঘুরে ফাঁদ পেতে চুরি করতেন অটোরিকশা, আটক ৪

ময়মনসিংহ শহরে এক নারী যাত্রীকে নিয়ে অটোরিকশায় গন্তব্যের দিকে যাচ্ছিলেন চালক জাকির হোসেন। বাড়েরা পুল আকন্দবাড়ী রোডসংলগ্ন এলাকায় গিয়ে চালককে হঠাৎ থামতে বলেন তিনি। এ সময় একটি বাড়ি দেখিয়ে জাকিরকে ৫০০ টাকার নোট দেন ওই নারী। তাঁকে বাড়িটির ভেতরে গিয়ে এই টাকা কেয়ারটেকারকে দিয়ে আসতে পাঠান। জাকির বাড়িটিতে গিয়ে কাউকেই পাননি। পরে সড়কে ফিরে দেখেন, তাঁর অটোরিকশাটি নেই।

২২ জুলাই ঘটনাটির দৃশ্য ধরা পড়ে একটি সিসিটিভি ক্যামেরায়। পরে চক্রটির ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব। সংস্থাটি জানায়, প্রাইভেট কারে ঘুরে ফাঁদ পেতে অটোরিকশা চুরি করত চক্রটি। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ শহরে র‍্যাব-১৪–এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক নয়মুল হাসান।

আটক ব্যক্তিরা হলেন শাহিদ (৩০), রেহেনা আক্তার ওরফে সাদিয়া (৩৫), মোস্তফা (৬২) ও মোস্তফা মিয়া (৩৯)। এদের মধ্যে শাহিদ ঢাকা, সাদিয়া নারায়ণগঞ্জের সোনারগাঁ, মোস্তফা কিশোরগঞ্জের করিমগঞ্জ ও মোস্তফা মিয়া তারাকান্দা উপজেলার বাসিন্দা। গতকাল রোববার রাতে গৌরীপুর ও তারাকান্দায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

র‌্যাব জানায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের জাকির হোসেন ময়মনসিংহ শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের দাপুনিয়া বাজার থেকে বাড়েরার পুল এলাকায় যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করেন মোস্তফা। মোস্তফা জানান, তাঁর ম্যাডাম গাড়িটি করে সেখানে যাবেন। রেহেনা নামের ওই যাত্রী ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি থামাতে বলেছিলেন। এরপর জাকিরকে ৫০০ টাকা দিয়ে ওই বাড়ির কেয়ারটেকার মোস্তফাকে দিয়ে আসতে পাঠান। জাকির টাকা নিয়ে বাড়িটিতে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও সারা পাননি। পরে ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, ওই নারীসহ তাঁর অটোরিকশাটি উধাও।

বিষয়টি নিয়ে পরদিন গত বুধবার র‍্যাব-১৪ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন জাকির হোসেন। র‍্যাব ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে, ঘটনাস্থলে অটোরিকশাটি থামার পর চালক সেখান থেকে পেছনের দিকে যেতে থাকেন। এর মধ্যে চক্রটির এক সদস্য অটোরিকশার কাছে অবস্থান নেন। সুযোগ বুঝে যানবাহনটি নিয়ে সটকে পড়েন। পরে ওই নারী অটোরিকশা থেকে নেমে কিছু দূর হেঁটে যান। এর মধ্যেই সাদা রঙের একটি প্রাইভেট কার গিয়ে ওই নারীর সামনে দাঁড়ায়। মুহূর্তেই সেটিতে উঠে পড়েন তিনি।

র‍্যাব-১৪ জানায়, চক্রটি ৯ মাস ধরে কৌশলে অটোরিকশা চুরি করছিল। ওই চক্রের প্রধান প্রাইভেট কারের চালক শাহিদ। তাঁরা রাজধানীর পুরান ঢাকা, বনানী, মহাখালীসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চুরি করেছেন। ময়মনসিংহে গিয়েও প্রাইভেট কার দিয়ে অটোরিকশা চুরি করে তারাকান্দার মোস্তফা মিয়ার কাছে বিক্রি করতেন। মোস্তফা মিয়া অটোরিকশাটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

র‍্যাব আরও জানায়, জাকির হোসেনের অটোরিকশাটি ৫২ হাজার টাকায় মোস্তফা মিয়ার কাছে বিক্রি করে দেন চক্রটির সদস্যরা। সেটির যন্ত্রাংশ আলাদা করে দ্রুত সময়ের মধ্যে বিক্রি করে দিয়েছেন মোস্তফা মিয়া। এ কারণে অটোরিকশাটি উদ্ধার করা যায়নি। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন সদস্য জড়িত। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫
  • চীন–যুক্তরাষ্ট্র, আবারও তিন মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা ট্রাম্পের
  • পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস
  • এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে: হাসনাত
  • ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি
  • প্রাইভেট কারে ঘুরে ফাঁদ পেতে চুরি করতেন অটোরিকশা, আটক ৪
  • ১ আগস্টের কি সময়সীমা বাড়াবেন ট্রাম্প, কী অপেক্ষা করছে
  • আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে