ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে আবার বিক্ষোভ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে দাবি পূরণে ২৪ ঘণ্টার সময়সীমা ও বিলম্ব হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ বেলা পৌনে ১১টায় নগরের টাউন হলের মোড় এলাকার জুলাই চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে গিয়ে নিজেদের দাবি মেনে নিতে সময় বেঁধে দেওয়া হয়। দাবি না মানলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।

আরও পড়ুনময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ: চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ২০ মে ২০২৫

শিক্ষার্থীরা জানান, গত ১৮ মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার (২৩) চলমান শিক্ষাব্যবস্থাকে দায়ী করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর ২০ মে থেকে সব শিক্ষার্থী একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঈদের পর ১৪ জুন প্রতিষ্ঠান খোলা হলেও পাঠ ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেননি তাঁরা। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বন্ধ আছে প্রশাসনিক কার্যক্রমও। শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় ৫ জুলাই থেকে বিআইটি গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। ৬৫ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও দাবি মানতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, দুই মাসের বেশি সময় ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের দাবি জানাচ্ছেন। অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব, কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। কিন্তু বিদ্যমান সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেউ। ৯ জুলাই সড়ক ব্লকেড কর্মসূচি দিলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। কিন্তু তিনিও ব্যর্থ।

কামরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা রম্য খেলা শুরু হয়েছে। আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিতভাবে আমাদের যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে সন্তোষজনক সমাধান না এলে বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট এই চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে “মার্চ টু ঢাকা” কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আগামী রোববারই “মার্চ টু ঢাকা” করব।’

এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আগে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে কথা বলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধানে আগামী সপ্তাহে বসা হতে পারে, তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।’

আরও পড়ুনসহপাঠীর মৃত্যুর পর একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের১৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র পর ক ষ

এছাড়াও পড়ুন:

পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নেত্রকোণার পূর্বধলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা–ময়মনসিংহ আঞ্চলিক সড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, বিআরডিবি কর্মকর্তা নিহত

চায়ের দোকানে ঢুকে পড়ল মাইক্রোবাস, আহত ৫

নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোণা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০)। 

স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি ট্রাক সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রাতে সিএনজিচালিত অটোরিকশাটি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নান্নু খান বলেন, “ঘটনাস্থলে গিয়ে দুইটি মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • ট্রাম্প কি রাজার শাসন চালাচ্ছেন
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২