এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার
Published: 7th, August 2025 GMT
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা কীভাবে ফলাফল জানতে পারবে, তা–ও জানিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছে পরীক্ষার্থীরা। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের সুযোগ
ব্র্যাক ‘ডেপুটি ম্যানেজার, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (সোশ্যাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন)’ পদে লোক নিয়োগ দেবে। এ পদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে। আবেদন করা যাবে ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে নারী ক্ষমতায়ন, আইনি সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ে প্রশিক্ষণ পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের দায়িত্ব নিতে হবে। মাসিক ও বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিরূপণ, টিওটির মাধ্যমে প্রশিক্ষক গড়ে তোলা এবং গুণগত প্রশিক্ষণ নিশ্চিত করাও তাঁর দায়িত্বের মধ্যে পড়বে।
আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে৯ ঘণ্টা আগেসংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সামাজিক বিজ্ঞান বা আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধ, অধিকার ও সুরক্ষা বিষয়ে জ্ঞান ও প্রশিক্ষণদানের দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: এই লিংকে প্রবেশ করে আবেদন করুন।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫