আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ–বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
Published: 7th, August 2025 GMT
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ–বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা জোরদার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সহয গ
এছাড়াও পড়ুন:
ভোজ্যতেলে দাম বাড়ছে
ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে দাম কত বাড়বে তা চূড়ান্ত হয়নি। ব্যবসায়ীরা লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। বাণিজ্যসচিব জানান, প্রস্তাবিত দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি, তাই পর্যালোচনা করা হচ্ছে।