শুক্রবারই মায়ের কাছে এলেন, তবে কফিনবন্দী হয়ে
Published: 8th, August 2025 GMT
গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মা সাহাবিয়া খাতুন দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন। মায়ের চিকিৎসা করাতে গাজীপুর নিতে আজ শুক্রবার বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। আসাদুজ্জামান আজ ঠিকই বাড়িতে ফিরেছেন, তবে কফিনবন্দী হয়ে। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় আসাদুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছায়।
নিহত আসাদুজ্জামানের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। ছেলের লাশ বাড়ির সামনে স্কুলের মাঠে পৌঁছানোর পর বিলাপ করতে করতে মা সাহাবিয়া খাতুন বলেন, ‘আমার বুকের ধন আইজ আমারে নেওনের লাইগ্যা আইব কইছিল। আমার চোক্কের চিকিৎসা করানির লাইগ্গা গাজীপুর লইয়া যাইব কইছিল। কিন্তু আমার বুকের ধনরে ওরা কাইড়া নিল। আমার বাড়িত আইজ লাশ আইল পুতের।’ কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মূর্ছা যান এই মা।
আসাদুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছানের পর মরদেহ বাড়ির পাশের ফুলবাড়িয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা হয়। এ সময় স্বজন ও এলাকাবাসী ভিড় করেন তাঁকে শেষবারের মতো দেখতে। তৈরি হয় শোকাবহ পরিবেশ। বাদ মাগরিব বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সাংবাদিকসহ গ্রামের নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। সবাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কাল শনিবার এলাকাবাসীর উদ্যোগে হত্যার বিচারের দাবিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনের আহ্বান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আসাদুজ্জামানের লাশের সঙ্গে ফুলবাড়িয়ায় গ্রামের বাড়িতে আসেন তাঁর স্ত্রী মুক্তা বেগম। সঙ্গে ছিল দুই ছেলে তৌকির হোসেন (৭) ও ফাহিম হোসেন (৩)। সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়ির একটি ঘরে দুই শিশুকে খাটে খেলতে দেখা যায়। পাশের চৌকিতে বসে আহাজারি করছিলেন মুক্তা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে এতিম করে দিল। আমার স্বামী হত্যার বিচার চাই।’
আরও পড়ুনপ্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা০৭ আগস্ট ২০২৫নিহত আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজে গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার আগমুহূর্তের কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান। এই দৃশ্য ভিডিও করায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আসাদুজ্জামান স্থানীয় আল-হেরা একাডেমি উচ্চবিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক পাস করেন। এরপর সিলেটের কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস শুরু করেন। সেখানে স্ত্রী মুক্তা বেগম ও দুই ছেলেসন্তানকে নিয়ে থাকতেন। গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং একটি ক্লিনিক ব্যবসায় জড়িত ছিলেন। পাশাপাশি প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকায় সাড়ে তিন বছর ধরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী মুক্তা বেগম তাঁর স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আস দ জ জ ম ন র শ ক রব র হত য র
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে সহকর্মীকে হত্যার দায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ
পুলিশ সদস্যকে হত্যার দায়ে এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন-অর রশিদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল মো. আলাউদ্দিন ও তাঁর স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায়।
মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে কনস্টেবল নাসরিন নেলীর সঙ্গে সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরেই ঘটে হত্যাকাণ্ড। ওই বছরের আগস্টে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় নেলীর ভাড়া বাসায় সাইফুল ইসলামকে খুন করেন নেলী ও তাঁর স্বামী আলাউদ্দিন। হত্যার পর তাঁরা সাইফুল ইসলামের লাশ বস্তাবন্দী করে গুম করার চেষ্টা করেন। তবে নগরীর টাউন হল মোড়ে পুলিশের তল্লাশির সময় বস্তাবন্দী লাশসহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা।
ওই ঘটনায় নিহত সাইফুল ইসলামের মা মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহের কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তাঁর স্ত্রী নাসরিন নেলীসহ আরও দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।