জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উইকেন্ড এমবিএ, আবেদন শেষ ১১ আগস্ট
Published: 9th, August 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউটে (আইবিএ-জেইউ) ফল-২০২৫ সেশনে উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১১ আগস্ট।
কোর্সের বিস্তারিত—
১. ক্রেডিট ঘণ্টা ৬০ এমবিএ প্রোগ্রাম
২. ক্লাস হবে শুক্র ও শনিবার।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা৫ ঘণ্টা আগেযাঁরা আবেদন করতে পারবেন—
১.
২. এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ পেতে হবে (৫.০০ এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণি।
৩. আবেদন করতে দেখতে পারেন https://ibajuwmba.eduadmission.info/
আরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ০৪ আগস্ট ২০২৫ভর্তির দরকারি তারিখ—
১. আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৫, রাত ১১.৫৯ মিনিট।
২. প্রবেশপত্র ডাউনলোড: ১১ আগস্ট ২০২৫।
৩.লিখিত পরীক্ষার তারিখ: ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার। সময়: বেলা ৩টা থেকে ৪টা।
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ২২ ও ২৩ আগস্ট ২০২৫।
৫. ক্লাস শুরুর তারিখ: ৩ অক্টোবর ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।
আরও পড়ুনগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘বিশেষ চূড়ান্ত ভর্তি’ ৯-১০ আগস্ট২১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: আগস ট ২০২৫ ১১ আগস ট পর ক ষ
এছাড়াও পড়ুন:
রাত আড়াইটায় হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।
হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
সোমবার বিকেলে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, ‘HUCSTU’ নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামী ২৪ সেপ্টেম্বর-২০২৫ খ্রী., রোজ- বুধবার টিএসসি’র ৩য় তলার সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সেমতে, সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ মোট পাঁচজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হলো।
ঢাকা/নাজমুল/এস