জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ, জিপিএ–২.৫০-এ আবেদন
Published: 7th, November 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফ অ্যান্ড বি-জেইউ) বিভাগে সামার সেমিস্টার-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
কোর্সের বিস্তারিত—১. প্রধান বিষয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
২. প্রোগ্রামের মেয়াদ ১৬ মাস
৩.
৪. এটা ৪৮ ক্রেডিট ঘণ্টার এমবিএ প্রোগ্রাম
৫. ক্লাস হবে শুক্রবার ও শনিবার।
আরও পড়ুনকানাডায় পোস্টগ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট, যে ১০ ভুলে বাতিল হয় আবেদন ০৬ নভেম্বর ২০২৫যাঁরা আবেদন করতে পারবেন—১. আবেদনকারীকে অবশ্যই চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা তিন বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে যেকোনো বিষয়ে।
২. ব্যাচেলর ডিগ্রিতে সিজিপিএ–২.৫০ পেতে হবে (৪.০০–এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণিতে পাস করতে হবে।
৩. অনলাইনে আবেদন করার লিংক: emba.fnbju.edu.bd/apply
আবেদনকারীকে অবশ্যই চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা তিন বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে যেকোনো বিষয়েউৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু
ঢাকা জেলার (মহানগরসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লাইসেন্সধারীরা তাদের অস্ত্রের নবায়ন করতে পারবেন।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর ২০২৫ থেকে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারির শেষ দিন পর্যন্ত। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।
আরো পড়ুন:
কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য
অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য অনলাইন চালানের মাধ্যমে নির্ধারিত খাতে ফি, ভ্যাট ও উৎসে কর জমা দিতে হবে। এরপর চালানের কপি, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল লাইসেন্স জমা দিতে হবে।
নবায়নের জন্য ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলভারের ফি ২০ হাজার টাকা, আর বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।
প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের অস্ত্রের ফি ২০ হাজার টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান ও ডিলিং ফার্মের ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্সের জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’ অনুযায়ী এই নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঢাকা/এএএম/এসবি