জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার অন্যতম আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পুলিশ পরিচয়ে ৭-৮ জনের একটি দল তাকে আটক করে। রাতেই তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নেওয়া হয়।

শনিবার (৯ আগস্ট) সকালে ফরিদপুরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

এদিকে, নাছিরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত কয়েকজন নাছিরকে গাড়ির ভেতর বসিয়ে চড়-থাপ্পড় মারছেন। ফরিদপুরে এই ভিডিও এখন ফেসবুকে ট্রেন্ডিং, একাধিক ফেসবুক আইডি থেকে পোস্ট ও শেয়ার হচ্ছে এটি।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় (জিআর নং ৬০৭/২৪) নাছিরকে আটক দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাছিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় ৫ আগস্টের পর দায়ের করা একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানববন্ধন এবং মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা/তামিম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগস ট

এছাড়াও পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭ টায় নগর কার্যালয়ে  গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জমহানগর এর সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। 

প্রধান অতিথি মুফতী মাসুম বিল্লাহ বলেন,গতবছর ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়েছে,এক বছর অতিবাহিত হলেও এখনো সমাজের চিত্র পরিবর্তন হয়নি,চাদাবাজী বন্ধ হয়নি,ধর্ষণ বন্ধ হয়নি, তাই সমাজ কে পরিবর্তন করতে হলে সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শরিয়া ভিত্তিক কল্যান রাষ্ট্র গঠন করা তাহলেই জুলাই আন্দোলনের প্রত্যাশা সার্থক হবে।

সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন  ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি হাফেজ মুহা. ইসমাঈল হোসেন,

সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, আজকের আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই,এবং সামাজিক ভাবে ছাত্রদের কে ইসলামী আদর্শের জীবন গঠনের মাধ্যমে ক্লিন ইমেজ তৈরি করে সর্ব সেক্টরে বৈষম্য হীন কার্যক্রম সম্পাদন করতে হবে।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মুহা নোমান আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহা মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা আমির হামজা, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা সাঈদ আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • জাবিতে ১৭ হলে ছাত্রদলের কমিটি, বাগছাসের উদ্বেগ
  • জাবিতে বামপন্থিদের মিছিল নিয়ে শিক্ষার্থীদের দুয়োধ্বনি
  • যুক্তরাষ্ট্রের মায়ামিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • আ.লীগ কর্মীদের প্রবেশ, দুধে ধোয়া হলো বিএনপির অফিস
  • গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে চিরস্থায়ী করে রাখতে হবে: আসিফ নজরুল
  • সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগের হামলা, আহত ১৪
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা
  • সেনাবাহিনীকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল
  • চবি প্রশাসনকে নিয়ে পথনাটক ‘বহুতদিন অইয়ে আর মুলা ন ঝুলায়ো’