গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এবারও বাংলাদেশকে নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঋতুপর্ণা চাকমা। সেই ঋতুপর্ণাকে এবার বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাঙামাটিতে ঋতুপর্ণাদের বাড়িটি জীর্ণশীর্ণ হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ শনিবার বিসিবিতে পরিচালকদের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, ঋতুপর্ণার গ্রামে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্তটি তাঁদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারে দুটি পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ