লিওনেল মেসির পথ ধরে মেজর লিগ সকার (এমএলএস) এখন ফুটবলারদের নতুন তীর্থস্থান হয়ে উঠেছে। বিশেষ করে যাঁরা ক্যারিয়ারের শেষ অধ্যায়ে প্রবেশ করেছেন, সেসব ফুটবলারের অনেকের কাছেই এমএলএসের ক্লাবগুলো এখন প্রথম পছন্দ। ফলে কয়েক মৌসুম ধরে মেসি ছাড়াও অনেক তারকাকে এমএলএসের ক্লাবগুলোয় যেতে দেখা যাচ্ছে।

লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও রদ্রিগো দি পল মায়ামির হয়ে খেলছেন। টমাস মুলার এবং সন হিউং–মিনের মতো তারকাও যোগ দিয়েছেন এমএলএসের ক্লাবে। তবে দেশ হিসেবে এ মুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিবেশী কানাডার সবচেয়ে বেশি খেলোয়াড় খেলছেন এমএলএসে। ট্রান্সফারমার্কেটের দেওয়া হিসাব অনুযায়ী, এমএলএসে খেলা ৫১১ জন বিদেশি খেলোয়াড়ের ৪৬ জনই হচ্ছে কানাডার, যা কিনা লিগটির মোট বিদেশি খেলোয়াড়ের ৯ শতাংশ।

কানাডার পর এই তালিকায় দ্বিতীয় আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দেশটির ৩৪ জন খেলোয়াড় বর্তমানে এমএলএসের বিভিন্ন ক্লাবে খেলছেন। আর আর্জেন্টিনা থেকে এসে যাঁরা যুক্তরাষ্ট্রে খেলছেন, তাঁদের মধ্যে নিঃসন্দেহে সবার ওপরে থাকবে মেসির নাম।
মেসির পর দ্বিতীয় শীর্ষ তারকা হিসেবে আসবে দি পলের নাম, যিনি এ মুহূর্তে এমএলএসের সবচেয়ে মূল্যবান (২ কোটি ৫০ লাখ ইউরো) ফুটবলারও বটে।

আরও পড়ুনমেসিকে কোন ম্যাচে পাওয়া যাবে না, জানালেন মাচেরানো০৬ আগস্ট ২০২৫

সম্প্রতি আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন দি পল। এ দুই বিশ্বজয়ী ছাড়াও ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন ফুটবলার আছেন ১০ জন। সব মিলিয়ে এমএলএসে খেলা মোট বিদেশি ফুটবলারের ৬.

৭ শতাংশ আর্জেন্টাইন।

লিওনেল মেসিই মূলত বদলে দিয়েছেন এমএলএসের দৃশ্যপট

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমএলএস র আর জ ন ট ফ টবল র

এছাড়াও পড়ুন:

আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির

শেষ বাঁশি বাজার পর ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলেন লিওনেল মেসি। বেশ দ্রুততার সঙ্গে গটগট করে হেঁটে চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। টানা দ্বিতীয় ম্যাচে গোল না পাওয়ায় কি মনটা ভালো ছিল না? সেটা হতেও পারে আবার নাও পারে। তবে দলের হারে যে মন ভার ছিল সেটা স্পষ্ট। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫ এর বেশি পয়েন্ট হবে না।

সুয়ারেজ জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি

সম্পর্কিত নিবন্ধ

  • আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির