আজ ১ পয়েন্ট পেলেই বাংলাদেশের মেয়েরা গড়বে ইতিহাস
Published: 10th, August 2025 GMT
নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে সোনালী ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ রবিবার ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি। মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার সুযোগ। যা হবে বয়সভিত্তিক পর্যায়ে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় অর্জন।
প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভাসছে পিটার বাটলারের শিষ্যরা। উদ্বোধনী ম্যাচে লাওসকে হারানোর পর তিমুর লিস্তের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দেয় বাংলাদেশ। সেই ম্যাচে তৃষ্ণার হ্যাটট্রিক ছিল বিশেষ আকর্ষণ। চার দলের গ্রুপে সমান ছয় পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে লাল-সবুজের মেয়েরা।
তবে শেষ বাধা শক্তিশালী দক্ষিণ কোরিয়া। যারা এই প্রতিযোগিতায় দুইবারের চ্যাম্পিয়ন। চ্যালেঞ্জটা কঠিন হলেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম অনুপ্রেরণাদায়ক। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে শিরোপা জয়ের পর থেকে এখন পর্যন্ত টানা আট ম্যাচ অপরাজিত তারা। জাতীয় দলের অভিজ্ঞ নয় ফুটবলারের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে।
আরো পড়ুন:
ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার
তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
গোল পরিসংখ্যানও উজ্জ্বল বাংলাদেশ। দুই ম্যাচে ১১ গোল করেছে তারা, দক্ষিণ কোরিয়া করেছে ১০। ফলে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে নাম লেখাবে আফঈদারা। এতে করে সিনিয়র দলের পর বয়সভিত্তিক পর্যায়েও নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
যদি হারের মুখেও পড়তে হয়, তবুও রয়ে যাবে সেরা তিন রানার্সআপ হয়ে মূলপর্বে ওঠার সুযোগ। বাছাইপর্বের আটটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছরের ১–১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে মূল আসরের লড়াইয়ে। সেখান থেকে সেরা চার দল যাবে ২০২৬ সালের পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে।
লাল-সবুজের মেয়েরা এখন কেবল এক পয়েন্ট দূরে। যা ছুঁলেই ফুটবল ইতিহাসে লিখবে আরেকটি গৌরবময় অধ্যায়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো
কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।
ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।
এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।
এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস