হাইয়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) গবেষণা প্রকল্প থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি ও জামাতপন্থি শিক্ষকদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১০ আগস্ট) বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন  শিক্ষকরা। 

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মিন্নাতুল করিম, অধ্যাপক ড.

মিজানুর রহমান, অধ্যাপক ড. গোলাম মাওলা, অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও ড. শরিফুল ইসলাম। 

আরো পড়ুন:

শাবিপ্রবির হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও রাজনৈতিক লবিংয়ের অভিযোগ

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা আয়োজন

সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, শাবিপ্রবি, রাবি ও ইবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপি, জামায়াত ও আওয়ামী শিক্ষকদের প্রকল্প নির্বাচিত হলেও শুধু আওয়ামীপন্থি শিক্ষকদের প্রকল্প মূল্যয়ন করা হয়েছে। আমাদের গবেষণার মান, সাইটেশন বেশি থাকা সত্ত্বেও আমাদের মূল্যয়ন না করে বাদ দেওয়া হয়েছে। 

তারা হিট প্রকল্পে পর্যালোচনা ও নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতা সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে- রিভিউ প্রক্রিয়ার গুণগত মান ও স্বার্থের দ্বন্দ্ব, 'ব্লাইন্ড পিয়ার রিভিউ' এর মিথ্যা দাবি, প্রেজেন্টেশনে মূল্যায়ন প্রসঙ্গে, অঘোষিত বিভাগ ভিত্তিক বৈষম্য, রিসার্চ কোয়ালিটির নামে বিভ্রান্তি ও অবহেলা, শিল্প সহযোগী ছাড়াই ইন্ডাস্ট্রি প্রজেক্ট অনুমোদন, বিশ্ববিদ্যালয় ভিত্তিক বা বিভাগ ভিত্তিক প্রকল্প সংখ্যা ও অঞ্চলভিত্তিক বৈষম্য, নৈতিক ও আদর্শগত সংকট, প্রকল্প জমাদানের সময় বর্ধিত করে অনৈতিক সুযোগ প্রদান, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও তার প্রভাব, চূড়ান্ত বাছাই বোর্ডে তাচ্ছিল্যমূলক ব্যবহার এবং হিট রিভিউ পদ্ধতির মাধ্যমে ও ব্যবস্থাপনার নামে অর্থের অপচয়। 

তারা প্রকল্প পূর্ণমূল্যায়নসহ তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচিত প্রকল্পগুলো বাতিল করা; ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও প্রকল্প পরামর্শক অধ্যাপক মোজাহার আলীকে দায়বদ্ধ করা; উপযুক্ত নতুন প্রক্রিয়া গ্রহণ করে প্রকল্প নির্বাচন করা।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব শ বব দ য শ বব দ য ল শ ক ষকদ র প রকল প

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ