৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি
Published: 11th, August 2025 GMT
ইয়টটির নাম ‘ক্যাচ ২৩’—দাম প্রায় ৮০ লাখ ডলার। বিলাসবহুল এই ইয়টের মালিক বাস্কেটবলে সর্বকালের অন্যতম সেরা মাইকেল জর্ডান। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওশান সিটিতে মর্যাদাপূর্ণ হোয়াইট মার্লিন ওপেন মাছ ধরার প্রতিযোগিতায় নিজের ইয়ট নিয়ে অংশ নেন জর্ডান। তাঁর মাছ ধরার দল ৭১ পাউন্ড (৩২.২০ কেজি) ওজনের মার্লিন মাছ ধরে এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে।
আরও পড়ুনবিশ্ব চ্যাম্পিয়ন হতে চান মনন০৯ আগস্ট ২০২৫সাগরের গভীরে ৫২ বছরের পুরোনো এই মাছ ধরার এ প্রতিযোগিতায় ষষ্ঠ দিনে বড়শি দিয়ে মার্লিন মাছটি ধরেন জর্ডানের দলের ট্রে ‘ক্রিকেট’ ম্যাকমিলান। পৃথিবীর অন্যতম বড় ও ধনী এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ৪ লাখ ডলার (প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা) জিতেছে জর্ডানের দল এবং তাঁর ইয়ট।
জর্ডানের ইয়ট মাছ ধরে ওশান সিটির হারবারে ফিরে আসে ‘সিরাস’ গান বাজিয়ে —জর্ডান শিকাগো বুলসে খেলার সময় তাঁর দল কোর্টে প্রবেশের সময় এ সংগীত বাজানো হতো। প্রতিযোগিতার লাউডস্পিকারেও একই গান বাজানো হয়। ৬২ বছর বয়সী ছয়বারের এনবিএ চ্যাম্পিয়ন জর্ডান তখন তাঁর ক্রু সদস্যদের নিয়ে ইয়টে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জর্ডানের ছেলে ও সাবেক কলেজ বাস্কেটবল খেলোয়াড় মার্কাস জর্ডান।
মাছ ধরে ফেরার পর নিজের ইয়টে দাঁড়িয়ে জর্ডান (কালো টি–শার্ট).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাইয়ামি দুই মাঠের যোদ্ধা
অভিনয়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সমান পারদর্শী সাইয়ামি খের। একদিকে বড় পর্দা ও ওয়েব সিরিজ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ—দুই ক্ষেত্রেই ছাপ রাখছেন বলিউড অভিনেত্রী। ‘স্পেশাল অপস ২’-এ তাঁর সাম্প্রতিক অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি খেলাধুলার ময়দানেও তিনি লিখেছেন নতুন ইতিহাস; পরপর দুই বছর জিতেছেন ‘আয়রনম্যান ৭০.৩’ ট্রায়াথলন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতা প্রতিযোগিতা। এখানে প্রতিযোগীদের ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। সব মিলিয়ে ৭০.৩ মাইল, যা জয় করতে লাগে অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা ও শারীরিক সহনশীলতা। ২০২৪ ও ২০২৫—দুই বছরই সফলভাবে এই কঠিন পরীক্ষা পেরিয়েছেন সাইয়ামি।
সাইয়ামি খের। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে