ইয়টটির নাম ‘ক্যাচ ২৩’—দাম প্রায় ৮০ লাখ ডলার। বিলাসবহুল এই ইয়টের মালিক বাস্কেটবলে সর্বকালের অন্যতম সেরা মাইকেল জর্ডান। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওশান সিটিতে মর্যাদাপূর্ণ হোয়াইট মার্লিন ওপেন মাছ ধরার প্রতিযোগিতায় নিজের ইয়ট নিয়ে অংশ নেন জর্ডান। তাঁর মাছ ধরার দল ৭১ পাউন্ড (৩২.২০ কেজি) ওজনের মার্লিন মাছ ধরে এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে।

আরও পড়ুনবিশ্ব চ্যাম্পিয়ন হতে চান মনন০৯ আগস্ট ২০২৫

সাগরের গভীরে ৫২ বছরের পুরোনো এই মাছ ধরার এ প্রতিযোগিতায় ষষ্ঠ দিনে বড়শি দিয়ে মার্লিন মাছটি ধরেন জর্ডানের দলের ট্রে ‘ক্রিকেট’ ম্যাকমিলান। পৃথিবীর অন্যতম বড় ও ধনী এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ৪ লাখ ডলার (প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা) জিতেছে জর্ডানের দল এবং তাঁর ইয়ট।

জর্ডানের ইয়ট মাছ ধরে ওশান সিটির হারবারে ফিরে আসে ‘সিরাস’ গান বাজিয়ে —জর্ডান শিকাগো বুলসে খেলার সময় তাঁর দল কোর্টে প্রবেশের সময় এ সংগীত বাজানো হতো। প্রতিযোগিতার লাউডস্পিকারেও একই গান বাজানো হয়। ৬২ বছর বয়সী ছয়বারের এনবিএ চ্যাম্পিয়ন জর্ডান তখন তাঁর ক্রু সদস্যদের নিয়ে ইয়টে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জর্ডানের ছেলে ও সাবেক কলেজ বাস্কেটবল খেলোয়াড় মার্কাস জর্ডান।

মাছ ধরে ফেরার পর নিজের ইয়টে দাঁড়িয়ে জর্ডান (কালো টি–শার্ট).

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ