দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর লিলিসা বেসরা নামে দেড় বছর বয়সী এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামের একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।

নিহত শিশু একই উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের বুরিকাঁঠাল ঠসারমোড় গ্রামের দিনেশ বেসরার মেয়ে।

আরো পড়ুন:

সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা

সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী, হাসপাতালে নিল পুলিশ 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সকালে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামে শিশুটি তার পরিবারের সঙ্গে রাবনের মেয়ে কেয়ার বিয়ে খেতে আসে। ওইদিন বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি।

পরে সোমবার সকালে এলাকাবাসী একটি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা শিশুটির লাশ সনাক্ত করে এবং পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। জোরালো তদন্ত চলছে।”

ঢাকা/মোসলেম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র আটক

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ