অবশেষে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো
Published: 12th, August 2025 GMT
দীর্ঘ নয় বছরের প্রেমালাপ, চারটি সন্তান, অসংখ্য স্মৃতি আর অগণিত মুহূর্তের পর অবশেষে ভালোবাসাকে নতুন অধ্যায়ে নিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জীবনের সুখ-দুঃখের অবিচ্ছেদ্য সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা।
২০১৬ সালের এক শীতের বিকেল। মাদ্রিদের একটি গুচি শোরুমে ক্রেতা রোনালদো আর বিক্রয়কর্মী জর্জিনার প্রথম দেখা। সেই ক্ষণিক পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে। গোপন ডেটিং থেকে শুরু করে প্রকাশ্যে একসঙ্গে উপস্থিত হওয়া, সবই যেন রূপকথার মতো। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে প্রথমবার হাত ধরে জনসম্মুখে আসেন তারা। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলানা মার্তিনা। ২০২২ সালে আবারও বাবা-মা হন, কন্যা বেলা এস্মেরলাদার জন্মে। তবে সেই আনন্দের দিনেই হারান যমজ সন্তানের একজনকে। যা তাদের জীবনে গভীর দুঃখের স্মৃতি হয়ে আছে।
সব উত্থান-পতনে রোনালদোর পাশে থেকেছেন জর্জিনা। একইসঙ্গে তিনি গড়ে তুলেছেন নিজের ক্যারিয়ার, হয়েছেন ফ্যাশন আইকন ও বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। তবে এত দীর্ঘ সম্পর্কেও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় ভক্তদের মনে ছিল একরাশ অপেক্ষা ও প্রশ্ন।
আরো পড়ুন:
রোনালদোর জোড়া গোল, তবুও হারল আল-নাসর
নেই মেসি, হারল মায়ামি
অবশেষে সেই প্রতীক্ষার অবসান। সোমবার (১১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে হাতে হীরার আংটি পরা ছবি শেয়ার করেন জর্জিনা। ক্যাপশনে লিখেন— “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জন্মেই।”
ছবিটি তোলা হয়েছে সৌদি আরবের রিয়াদে, যেখানে রোনালদো বর্তমানে আল-নাসরের হয়ে খেলছেন।
এখন প্রশ্ন একটাই, কবে হবে সেই রাজকীয় বিয়ে? ভক্তরা নিশ্চিত, ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় বিবাহোৎসবের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো
কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।
ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।
এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।
এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস