দৌড় প্রতিযোগিতা, ফুটবল, টেবিল টেনিস, কুংফুতে সরগরম চীনের হিউম্যানয়েড রোবট গেমস
Published: 15th, August 2025 GMT
চীনে মানবাকৃতির (হিউম্যানয়েড) রোবটের ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার থেকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস নামের তিন দিনের এ আসর শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসে নিজেদের অগ্রগতিগুলোকে উপস্থাপন করতে চাইছে বেইজিং।
প্রতিযোগিতায় ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। ১০০ মিটার হার্ডল দৌড়, কুংফু, লাফানো, টেবিল টেনিসসহ বিভিন্ন প্রতিযোগিতায় রোবট অংশ নিচ্ছে। ওষুধ বাছাই, মালামাল তোলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সামাল দেওয়ার মতো প্রতিযোগিতাগুলোতেও অংশ নিচ্ছে এগুলো।
প্রতিযোগী দলগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে এসেছে। এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। আর ৮৮টি দল এসেছে চীনের ইউনিট্রি ও ফুরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো থেকে। প্রতিযোগী দলগুলো চীনের বুস্টার রোবোটিকসের মতো বিভিন্ন রোবট নির্মাতা কোম্পানির রোবট ব্যবহার করেছে।
প্রতিযোগী দলগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে এসেছে। এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। আর ৮৮টি দল এসেছে চীনের ইউনিট্রি ও ফুরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো থেকে। প্রতিযোগী দলগুলো চীনের বুস্টার রোবোটিকসের মতো বিভিন্ন রোবট নির্মাতা কোম্পানির রোবট ব্যবহার করেছে।জার্মানির লিপজিগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সঙ্গে সম্পৃক্ত দল এইচটিডব্লিউকে রোবট ফুটবল দলের সদস্য ম্যাক্স পল্টার বলেন, ‘আমরা এখানে খেলার জন্য এবং জেতার জন্য এসেছি। তবে আমরা গবেষণার ব্যাপারেও আগ্রহী।’
পল্টার আরও বলেন, ‘এই প্রতিযোগিতায় অনেক নতুন এবং রোমাঞ্চকর ধারণা পরীক্ষা করে দেখা যায়। আমরা যদি কিছু করার চেষ্টা করি এবং তা কাজ না করে, তবে আমরা খেলায় হেরে যাই। এটা দুঃখজনক। তবে অকার্যকর কোনো জিনিসে প্রচুর অর্থ বিনিয়োগ করার চেয়ে এটা তুলনামূলক ভালো।’
ফুটবল ম্যাচ খেলার সময় পড়ে যাওয়া রোবটগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ