ফিফার র‍্যাঙ্কিং ধরে এগোলে ২১১টি নাম পাওয়া যাবে, যাদের বেশির ভাগই স্বাধীন–সার্বভৌম দেশ, কিছু আবার পরাধীন ভূখণ্ড। তবে স্বাধীন দেশ হয়েও সেই তালিকায় একটি নাম নেই—মার্শাল দ্বীপপুঞ্জ।

থাকবে কী করে, মার্শাল দ্বীপপুঞ্জই যে ছিল বিশ্বের একমাত্র দেশ, যারা কখনোই আন্তর্জাতিক ফুটবল খেলেনি। অবশেষে তাদের অপেক্ষার পালা ফুরিয়েছে। ‘পৃথিবীর শেষ দেশ’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গত রাতে অভিষেক হয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের।

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের স্প্রিংডেল হাইস্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের কাছে ৪–০ গোলে হেরেছে মার্শাল দ্বীপপুঞ্জ। তবে ফলটা যে তাদের কাছে মুখ্য বিষয় নয়, তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির ফুটবল ফেডারেশনের পোস্ট দেখলেই বোঝা যায়।

অভিষেক ম্যাচে বড় ব্যবধানে হারলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল খেলতে পারায় গর্বিত মার্শাল দ্বীপপুঞ্জ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র শ ল দ ব পপ ঞ জ

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ