ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী কারাগারে গিয়ে বিশিষ্ট ফিলিস্তিনি রাজনীতিবিদ মারওয়ান বারগুতিকে হুমকি দিয়েছেন। শুক্রবার তিনি এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, কারাবন্দি বারগুতিকে গাভির হুমকি দিয়ে বলছেন, কেউ ইসরায়েলকে হুমকি দেবে তাকে নির্মূল করা হবে।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের অতি-জাতীয়তাবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছিলেন, একটি বন্দোবস্তের কাজ শুরু হবে যা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে এটিকে আরো বিচ্ছিন্ন করবে। এর ফলে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা একেবারে কবরস্থ হবে।

তিনি বলেছেন, “এই বাস্তবতা অবশেষে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে সমাহিত করে। কারণ স্বীকৃতি দেওয়ার মতো কিছুই নেই এবং স্বীকৃতি দেওয়ার মতো কেউ নেই।”

শুক্রবার বেন-গাভিরের এক্স-এর ভিডিও ক্লিপে বারগুতিকে রোগা এবং দুর্বল দেখাচ্ছিল।

ইসরায়েলি মন্ত্রী তাকে বলেছিলেন, “তুমি জিততে পারবে না। যে কেউ ইসরায়েলের জনগণের সাথে ঝামেলা করবে, যে কেউ আমাদের সন্তানদের হত্যা করবে, যে কেউ আমাদের নারীদের হত্যা করবে - আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব।”

বারগুতি ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের একজন সিনিয়র সদস্য। দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা বা বিদ্রোহের সময় ইসরায়েলিদের উপর অতর্কিত হামলা ও আত্মঘাতী হামলার পরিকল্পনার জন্য আদালত তাকে ২০০৪ সালে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪০ বছরের কারাদণ্ড দেয়।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মন ত র ব রগ ত ইসর য

এছাড়াও পড়ুন:

গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ