মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
Published: 15th, August 2025 GMT
মানিকগঞ্জের বিভিন্ন থানায় পৃথক অভিযান পরিচালনা করে সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো.
আরো পড়ুন:
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটে নলকূপের লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘‘জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।’’
ঢাকা/চন্দন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ উপজ ল র
এছাড়াও পড়ুন:
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ গ্রেপ্তার ৮
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৩ আগস্ট) দিনভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস মো. আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে।
অন্যরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মৃত মুক্তিযোদ্ধা আজিজুল হক চৌধুরী ওরফে তুলা মিয়ার ছেলে মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু (৫০), মানিকগঞ্জ পৌরসভার মত্ত (রাইন্থা পাড়া) এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম ওরফে নুরু (৬২), সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ মোশারফ হোসেন (৩৮), মানিকগঞ্জ পৌরসভার চর হিজুলি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রাজু (৩৫), চর গড়পাড়া গ্রামের মো. মহিদুর রহমানের ছেলে মো. ইমরান মাহমুদ ইরান (২১), কৃষ্ণপুর ইউনিয়নের মৃত ইলিম উদ্দিন ব্যাপারীর ছেলে নিজাম ব্যাপারী (৬৫) ও গড়পাড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. আজিম মিয়া (৪৩)।
ওসি এসএম আমান উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
তিনি বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।”
ঢাকা/চন্দন/এস