শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় দেশের কয়েকজন তারকাদের কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ছবিতে প্রতিবাদী জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আয়োজকরা এটিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে’ প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন।

কর্মসূচিতে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সাকিব খান, সাকিব আল হাসান, ফারাবি হাফিজ, আব্দুল নূর তুষার, নাজিফা তুষি এবং আর্টসেল ব্যান্ডের লিঙ্কনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন অংশগ্রহণকারী ছাত্র-জনতা। এ সময় তারা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আরো পড়ুন:

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেই সকল তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ঢাবির এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল হক বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।”

তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। কিন্তু ১ বছরের মাথায় তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেই পুরোনো ‘বাকশালি ও মুজিববাদী’ বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাদের সাংস্কৃতিক ফ্যাসিজম ফিরিয়ে আনার অপচেষ্টার বিরুদ্ধেই আমাদের এ কর্মসূচি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত রক দ র

এছাড়াও পড়ুন:

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

দরকারি শর্ত জেনে নিন

১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।

২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।

৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট
  • ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট` ওয়ার্কশপ