শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় দেশের কয়েকজন তারকাদের কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ছবিতে প্রতিবাদী জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আয়োজকরা এটিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে’ প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন।

কর্মসূচিতে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সাকিব খান, সাকিব আল হাসান, ফারাবি হাফিজ, আব্দুল নূর তুষার, নাজিফা তুষি এবং আর্টসেল ব্যান্ডের লিঙ্কনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন অংশগ্রহণকারী ছাত্র-জনতা। এ সময় তারা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আরো পড়ুন:

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেই সকল তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ঢাবির এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল হক বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।”

তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। কিন্তু ১ বছরের মাথায় তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেই পুরোনো ‘বাকশালি ও মুজিববাদী’ বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাদের সাংস্কৃতিক ফ্যাসিজম ফিরিয়ে আনার অপচেষ্টার বিরুদ্ধেই আমাদের এ কর্মসূচি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত রক দ র

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন তিন সুবিধা

হোয়াটসঅ্যাপের গ্রুপ কলের সুবিধা কাজে লাগিয়ে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে নিয়মিত অডিও বা ভিডিও কলে কথা বলেন অনেকেই। তবে ব্যস্ততা বা অফলাইনে থাকার কারণে সবার পক্ষে সব সময় অন্যদের করা অডিও বা ভিডিও কলে অংশ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘কল শিডিউল’সহ নতুন তিন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

কল শিডিউল

কল শিডিউল সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে থেকেই কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। এর ফলে গ্রুপের অন্য সদস্যরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গ্রুপ কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কলস ট্যাবের ‘+’ বোতামে ক্লিক করে নির্দিষ্ট দিন ও সময় নির্বাচন করা যাবে। নির্ধারিত সময়ের কিছু আগে অংশগ্রহণকারীদের কাছে গ্রুপ কলের নোটিফিকেশন পৌঁছে যাবে, ফলে সহজেই গ্রুপ কলে অংশ নেওয়া যাবে। কলস ট্যাবে একসঙ্গে আসন্ন সব কলের তালিকা ও অংশগ্রহণকারীদের নাম দেখার পাশাপাশি সরাসরি ব্যক্তিগত ক্যালেন্ডারে লিংকও যোগ করা যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৪রেইজ হ্যান্ডস ও ইমোজি রিঅ্যাকশন

আলোচনাকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ যুক্ত করা হয়েছে ‘রেইজ হ্যান্ডস’ সুবিধা। সুবিধাটি কাজে লাগিয়ে কোনো আলোচনা চলাকালে অন্যের কথা মাঝপথে কেটে না দিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করা যাবে। অন্যদিকে ইমোজি রিঅ্যাকশন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মতামত বা অনুভূতি প্রকাশ করা যাবে।

রিয়েল টাইম ট্র্যাকিং

কল লিংক তৈরি করা ব্যক্তির জন্যও যুক্ত হয়েছে বাড়তি নিয়ন্ত্রণ–সুবিধা। কেউ লিংক ব্যবহার করে কেউ কলে যোগ দিলে সঙ্গে সঙ্গেই গ্রুপের প্রশাসক নোটিফিকেশন পাবেন। ফলে অংশগ্রহণকারীদের উপস্থিতি রিয়েল টাইমে জানা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ কলের নতুন সুবিধাগুলো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে তথ্য আদান–প্রদান করে। ফলে অংশগ্রহণকারীদের বাইরে গ্রুপ কলের কোনো তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জানতে পারবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে সদস্যদের নাম ছাড়াই গ্রুপ তৈরি করা যাবে০৮ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন তিন সুবিধা