রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ।

রবিবার (১৭ আগস্ট) সকাল থেকেই রাবির ৬৯টি বিভাগ পৃথকভাবে বিভিন্ন আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

সকাল থেকেই রবীন্দ্র ভবন, সিরাজী ভবন, শহিদুল্লাহ ভবন, মমতাজ ভবনসহ সব ভবনেই নবীন শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠে। শিক্ষার্থীদের অনেকে ইতোমধ্যে ক্যাম্পাসে এসে ক্লাসরুম, বিভাগ ও হল ঘুরে দেখেছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দিচ্ছেন ছবি।

আরো পড়ুন:

শাবিতে লোকপ্রশাসনকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবি

রাকসু`র ভোটার তালিকায় নাম না আসায় ফি ফেরত দাবি শিক্ষার্থীর

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা কাব্য বলেন, “এটি জীবনের পাতায় একদম নতুন এক অধ্যায় খুলতে চলেছে। চারপাশে থাকবে অচেনা মুখ, নতুন স্বপ্ন আর অজানা সম্ভাবনা। উত্তেজনা, কৌতূহল আর খানিকটা শঙ্কা-সব মিলিয়ে হৃদয়ের ভেতরে এক অন্যরকম ঢেউ উঠছে। এতদিনের অপেক্ষা, প্রস্তুতি আর স্বপ্নগুলো এবার বাস্তবে রূপ নেবে।”

তিনি আরো বলেন, “আমি এই গণযোগাযোগ ও সাংবাদিকতার পরিবারে যোগ দেওয়ার জন্য ভীষণ উদগ্রীব। সিনিয়রদের সঙ্গে আন্তরিক ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে, তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে শিখে এগিয়ে যেতে চাই। এই মুহূর্তটা যেন আমার জন্য কেবল শুরু নয়,এটা আমার গল্পের প্রথম আলোকিত বাক্য।”

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, “এটি শুধু একটি ক্লাস শুরুর দিন নয়, বরং আমার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। চারপাশে থাকবে অচেনা মুখ, কিন্তু সেই অচেনাতেই লুকিয়ে থাকবে নতুন বন্ধুত্ব, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য সম্ভাবনা। আমি জানি এই পথ সহজ হবে না, তবে আমি প্রস্তুত চ্যালেঞ্জ গ্রহণ করতে। নিজেকে গড়ে তুলতে, আর সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিতে চাই।”

অনুভূতি প্রকাশ করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসাইন রিয়াদ বলেন, “ক্লাস শুরুর মাধ্যমে আমার জীবনের ক্যানভাসে একেবারে নতুন রঙের আঁচড় পড়তে চলেছে। চোখের সামনে আসবে অনেক অচেনা চেহারা, নতুন স্বপ্ন আর অনন্ত সম্ভাবনা। মনের গভীরে বাজছে একসঙ্গে আনন্দ, কৌতূহল আর অজানা শঙ্কার মিশ্র সুর। যে স্বপ্নগুলো এতদিন কেবল কল্পনায় ছিল এবার তারা বাস্তবের মাটিতে পা রাখতে যাচ্ছে। আমি অপেক্ষায় আছি সমাজকর্মের এই বন্ধুসুলভ পরিবারে যুক্ত হওয়ার জন্য।”

নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান বলেন, “বিভাগ থেকে পাশ করা যেমন কঠিন, তার চেয়েও কঠিন সময় অতিক্রম করে তোমরা আজ এখানে এসে পৌঁছিয়েছ। আমাদের বিভাগের নাম গণযোগাযোগ ও সাংবাদিকতা—এখানে সাংবাদিকতার আগে যোগাযোগকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। কারিকুলাম আমরা এমনভাবে সাজিয়েছি, যাতে শিক্ষার্থীরা মূলত তথ্য ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।”

তিনি বলেন, “ইতোমধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে সফলভাবে কাজ করছে। আমাদের এই কাজকে অর্থবহ করে তুলতে হলে জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। আমি চাই না তোমাদের শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকুক; প্রকৃতির নানা উৎস থেকেও তোমরা শিখবে। অ্যাকাডেমিক পরিসরে আবদ্ধ না থেকে জ্ঞানের বিস্তৃত পরিসরে নিজেদের বিচরণ ঘটাতে হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণয গ য গ ও স জ বন র ব দ কত

এছাড়াও পড়ুন:

ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো

কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।

ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।

এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।

এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ