গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক গুদামে লাগা আগুন আরো ছয় গুদামে ছড়িয়ে পড়েছে। 
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরো ৬টি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরো পড়ুন:

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ছিল ২ উপজেলা

মুন্সীগঞ্জে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ, বাসে আগুন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘‘একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা আশপাশের আরো কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’’

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ইউন ট

এছাড়াও পড়ুন:

ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার যাচ্ছে শুনতে পেয়েছে পুলিশ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে বলে শুনতে পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে এ কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’

সম্পর্কিত নিবন্ধ