দূরপাল্লার বাস বন্ধে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা
Published: 26th, September 2025 GMT
বাস শ্রমিকদের নতুন দাবি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শুধু একতা ট্রান্সপোর্টের বাস চলাচল করছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রীকে বাসস্ট্যান্ডে এসে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে।
আরো পড়ুন:
চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ
খানা-খন্দে ভরা খুলনা নগরীর প্রবেশপথ, ১৮ জেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তি
মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পরও তারা অযৌক্তিক নতুন দাবি সামনে আনছেন। মালিকপক্ষের অভিযোগ, শ্রমিকরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তোলা এবং খোরাকি ভাতা দাবি করছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়।
ভোগান্তির শিকার বেসরকারি চাকরিজীবী আহনাফ রাশিদ বলেন, ছুটি শেষে আজ ঢাকায় রওনা হতে বাসস্ট্যান্ডে আসি। এখানে আসার পর জানতে পারি বাস চলাচল বন্ধ। এখন আমাকে কাটা গাড়িতে ঢাকায় যেতে হবে। বাড়তি টাকা খরচ হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হবে।”
চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “মালিকরা তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সেজন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।”
ঢাকা/মেহেদী/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ